রবিবার সকালের ঘুম ভাঙিয়েছে মর্মান্তিক এক খবর। অস্ট্রেলিয়ার অলরাউন্ড ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস প্রয়াত গাড়ি দুর্ঘটনায়। ৪৬ বছরের সাইমন্ডসের দুরন্ত সাফল্য বরাবরই চোখ টেনেছে আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই ক্রিকেটারকে দেখা গিয়েছিল এক বলিউড ছবিতেও?
ভারতে বরাবরই সাইমন্ডসের ভক্ত সংখ্যা অগুন্তি। সেই ক্রিকেটারকেই যদি দেখা যায় বড় পর্দায়? অনুরাগীরা যে উচ্ছ্বাসে ভাসবেন, তাতে আর সন্দেহ কী! ২০১১-র ছবি ‘পাতিয়ালা হাউস’-এর দিকে তাই চোখ ছিল অসংখ্য ভক্তের।