যত দিন গড়াচ্ছে, ততই সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গের মৃত্যরহস্য ঘনীভূত হচ্ছে। গত বুধবার, জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এ বার অভিযুক্ত শ্যামকানু অসম পুলিশের থেকে মামলার স্থানান্তরণের জন্য দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। কী আবেদন করেছেন শ্যামকানু?
আয়োজক শ্যামকানুর আবেদন, এই মামলা যেন অবিলম্বে অসম পুলিশের হাত থেকে সরিয়ে নেওয়া হয়। মহন্তের অভিযোগ, তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে। ‘অপরাধী’ ধরার একটা ছক আগে থেকেই ভাল করে হিসাব কষে তৈরি করা হয়েছে। মহন্তের দাবি, তাঁকে সেই ছকেই ফাঁসানো হচ্ছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বৃহস্পতিবার শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয়েছে জ়ুবিনের। শুক্রবার সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। খবর, সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। এই তদন্তের জল এখন কত দূর গড়ায় সেটাই দেখার।