সকলের নজর যখন সদ্যপ্রয়াত গায়ক জ়ুবিন গার্গের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার দিকে, তখনই বোমা ফাটিয়েছে ‘সিট’। বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সিদ্ধার্থকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছেন। পাশাপাশি, তাঁদের নজরে আরও ‘এক ডজন’ নাম। এঁদের মধ্যে অন্যতম ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্তও। সিদ্ধার্থের মতো তাঁকেও তলব করবে দল।
এ ছাড়াও, জ়ুবিনের মৃত্যুর দিনে যাঁরা তাঁর সঙ্গে ছিলেন প্রত্যেককে তলব করা হবে বলে খবর। যেমন, গায়কের সঙ্গে সে দিন যাঁরা নৌকোয় ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এঁদের প্রত্যেককে ৬ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। তদন্তকারী দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গার্গের বাদ্যযন্ত্রীদের অন্যতম শেখর জ্যোতি গোস্বামীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তিনি জ়ুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরে তাঁর সঙ্গে ছিলেন।
আরও পড়ুন:
জ়ুবিনের মৃত্যুর কারণ খুঁজতে অসম সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। বিশেষ ভাবে গঠিত দলটি সিদ্ধার্থের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। এর পরেই গায়কের আপ্তসহায়ক একটি খোলাচিঠি লেখেন। সেখানে তাঁর স্পষ্ট দাবি, জ়ুবিনের ৩৮ হাজার রেকর্ড হওয়া গানের স্বত্ব বিভিন্ন প্রযোজনা সংস্থা ও সঙ্গীত কোম্পানির হাতে। তেমন ভাবেই চুক্তি হয়েছিল।
সিদ্ধার্থ লেখেন, “আমি জ়ুবিনদার আপ্তসহায়ক হওয়ার আগেই তাঁর প্রায় সমস্ত গান তৈরি হয়ে গিয়েছিল। তার মধ্যে বহু বাণিজ্যসফল গানও রয়েছে। তিনি প্রায়ই দুঃখ করতেন। কী ভাবে ওই সব গান থেকে প্রযোজক বা সঙ্গীত সংস্থাগুলি কোটি কোটি টাকা আয় করছে! অথচ তিনি ন্যূনতম পারিশ্রমিকটুকুই পেয়েছিলেন।”