Advertisement
০৭ মে ২০২৪

অনুষ্ঠিত বসিরহাট কিংশুক নাট্যমেলা

অনুষ্ঠিত হল বসিরহাট কিংশুক নাট্যমেলা ২০১৪। সম্প্রতি তিনদিনের এই নাট্যমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব নটরাজ দাস। নাটমেলায় ৬টি নাটক মঞ্চস্থ হয়েছে। প্রথম দিনে ছিল বাটানগর অঙ্কুর প্রযোজিত নাটক ‘এই তো জীবন’ এবং গোবরডাঙার কথা প্রসঙ্গ-র নাটক ‘বারো শিঙায় ফুঁ’।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০৩:৩১
Share: Save:

অনুষ্ঠিত হল বসিরহাট কিংশুক নাট্যমেলা ২০১৪। সম্প্রতি তিনদিনের এই নাট্যমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব নটরাজ দাস। নাটমেলায় ৬টি নাটক মঞ্চস্থ হয়েছে। প্রথম দিনে ছিল বাটানগর অঙ্কুর প্রযোজিত নাটক ‘এই তো জীবন’ এবং গোবরডাঙার কথা প্রসঙ্গ-র নাটক ‘বারো শিঙায় ফুঁ’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় হাওড়ার নটধা-র ‘কর্ণ এখন’ এবং হালিশহর ইউনিটি মালঞ্চ-র ‘নব ভারতের চৈতন্য’। মেলার শেষ দিন মঞ্চস্থ হয় আগরপাড়ার কালপুরুষ প্রযোজিত ‘সন্ধ্যাবেলার জলসাঘরে’ এবং দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার নাটক ‘তিন সত্যি’। বিভিন্ন নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি নটী বিনোদিনীর জীবন কথা নিয়ে ছিল প্রদর্শনী। শ্রদ্ধা জানান হয় প্রয়াত গায়ক মান্না দে এবং অভিনেত্রী সুচিত্রা সেনকে। কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনাও দেওয়া হয়। আয়োজক সংস্থার তরফে পলাশ চক্রবর্তী ও লাল্টু দাস বলেন, “কম্পিউটার যুগে নাটকের প্রতি ক্রমশ আগ্রহ হারাচ্ছে মানুষ। তাই ভাল নাটক পরিবেশনার মধ্যে দিয়ে মানুষের নাটকের প্রতি আগ্রহ বাড়াতেই এই প্রয়াস।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

play basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE