Advertisement
E-Paper

জাতিস্মরের ঝুলিতে চার পুরস্কার

সোশ্যাল মিডিয়া বা লোকের মুখে মুখে কবীর সুমনের গানটি নিয়ে কম শোরগোল হয়নি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জাতিস্মর’ ছবিতে সেই গান, ‘এ তুমি কেমন তুমি...’-র দৌলতেই আজ জাতীয় পুরস্কার ঝুলিতে পুরলেন রূপঙ্কর বাগচী। তাঁকেই বিচারকরা সেরা পুরুষকণ্ঠ হিসেবে বেছে নিয়েছেন। বিচারকদের মতে, ছবির বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে রূপঙ্করের আবেগঘন কণ্ঠে ওই গান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৪ ০২:২১

সোশ্যাল মিডিয়া বা লোকের মুখে মুখে কবীর সুমনের গানটি নিয়ে কম শোরগোল হয়নি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জাতিস্মর’ ছবিতে সেই গান, ‘এ তুমি কেমন তুমি...’-র দৌলতেই আজ জাতীয় পুরস্কার ঝুলিতে পুরলেন রূপঙ্কর বাগচী। তাঁকেই বিচারকরা সেরা পুরুষকণ্ঠ হিসেবে বেছে নিয়েছেন। বিচারকদের মতে, ছবির বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে রূপঙ্করের আবেগঘন কণ্ঠে ওই গান।

কেমন লাগছে পুরস্কার পেয়ে? “ভাল। তবে গান রেকর্ড করার সময়ে সেটা ভাবিনি। সুমনদার জন্যই বাংলা গান করতে আসা। আর তার পরে ওঁর সঙ্গে কাজ করতে পেরে ভাল লেগেছে। মনে হচ্ছে, যে ভাবে উনি গানটা গাইতে বলেছিলেন, তাতে ভাল হয়েছে।”

আরও তিনটি পুরস্কার পেয়েছে ‘জাতিস্মর।’ ছবির গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক কবীর সুমন। বিচারকদের চোখে বাংলার বিভিন্ন বর্গের গানকে উপযুক্ত কণ্ঠ, বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশনের জন্য তিনি পুরস্কৃত। কী বলছেন কবীর সুমন?

“সৃজিতের জন্য আমি গর্বিত। ও প্রকাশ্যে বহুবার বলেছে, নানা মহল থেকে চাপ তৈরি করা হয়েছে যাতে আমি এই কাজটা করতে না পারি। তা সত্ত্বেও ও আমাকে সুযোগ দিয়েছে।” সঙ্গে বললেন, “তোমাকে চাই থেকে শুরু করে যে সব শ্রোতা ধারাবাহিক ভাবে আমার গান শুনে আসছেন, আমার অহেতুক লাঞ্ছনা দেখে কষ্ট পেয়েছেন, তাঁদের জন্য আজ আমার ভাল লাগছে।” এর সঙ্গেই ছবিতে সেরা পোশাক পরিকল্পনার জন্য সাবর্ণী দাস এবং অভিনেতা প্রসেনজিতের মেক আপের জন্য সেরা মেক আপ শিল্পীর পুরস্কার পেয়েছেন বিক্রম গায়কোয়াড়।

এতগুলো পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ‘জাতিস্মরে’র পরিচালক। মায়ামি থেকে ফোনে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রথমত, কবীর সুমনের জন্য আমি খুশি। তা ছাড়া সব চেয়ে বেশি জাতীয় পুরস্কারের রেকর্ড রয়েছে ‘সোনার কেল্লা’র, পাঁচটি।

আর এখন অবধি চারটি পুরস্কার পেয়েছে মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’, ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’, এবং অনিরুদ্ধের ‘অন্তহীন।’ সেই সারিতে এ বার জুড়ল ‘জাতিস্মর।’ সেটা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।”

এ ছাড়া, সেরা আবহসঙ্গীতের পুরস্কার গিয়েছে আরও এক বাঙালিরই কাছে। তেলুগু ছবি ‘না বঙ্গারু তাল্লি’-র আবহসঙ্গীত করেছেন শান্তনু মৈত্র। যিনি জানালেন, “অজানা ভাষার ছবি। কিন্তু সঙ্গীতের মাধ্যমে সংযোগ তৈরি হয়ে যায়। কাজ করতে কোনও অসুবিধে হয়নি।”

জাতীয় পুরস্কারের তালিকায় রয়েছেন আরও বাঙালি। সুজিত সরকার পরিচালিত ‘ম্যাড্রাস কাফে’-র সাউন্ড ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বিশ্বদীপ চট্টোপাধ্যায়। তিনি বললেন, “প্রথম জাতীয় পুরস্কার। আর কী চাইতে পারি? সুজিত এমন একটা বিষয় নিয়ে ছবি করেছেন, যে আমরা ইন্টারেস্টিং সাউন্ড ডিজাইনের সুযোগটা পেয়েছি।”

তা ছাড়া, শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার পেয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘বাকিটা ব্যক্তিগত।’ প্রতিযোগিতায় এ বার প্রচুর বাংলা ছবি ছিল, তার মধ্যে সেরার পুরস্কার পেয়ে কী মনে হচ্ছে? “দারুণ লাগছে। আমরা একটা অন্য ফর্ম নিয়ে কাজ করতে চেয়েছিলাম। সেটা স্বীকৃতি পেল ভেবেই ভাল লাগছে,” জানালেন প্রদীপ্ত। ‘বাকিটা ব্যক্তিগত’ সম্পর্কে বিচারকদের মন্তব্য, “স্বার্থপরতার যুগে ভালবাসা নিয়ে সুন্দর ছবি।”

এখানেই শেষ নয়। শ্রেষ্ঠ কোঙ্কনি ছবি ‘বাগা বিচ’-এর অভিনেত্রী বাংলারই পাওলি দাম। ছবিটা পুরস্কার পেয়েছে জেনে কেমন লাগছে? পাওলি বললেন, “আমি খুব খুশি। নিজের স্বাচ্ছন্দ্যের বৃত্তের বাইরে গিয়ে কাজ করা... আমার কাছে খুব সহজ ছিল না। গোয়ার সমুদ্রসৈকতে স্থানীয় শিশুদের বিদেশি পর্যটকরা কী ভাবে হেনস্থা করে, তার কিছু সাহসী দৃশ্য রয়েছে ছবিতে।”

বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং দীপক গাওয়াড়ে প্রযোজিত ‘হেরো পার্টি’ পারিবারিক মূল্যবোধের উপরে শ্রেষ্ঠ বাংলা ছবি (কাহিনিচিত্র নয়) হিসেবে পুরস্কৃত হয়েছে। বিচারকরা বিশেষ ভাবে উল্লেখ করেছেন রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘অ্যাট দ্য ক্রসরোডস: নন্দন বাগচী লাইফ অ্যান্ড লিভিং’-এর কথাও।

শ্রেষ্ঠ ইংরেজি ছবি ‘দ্য কফিন মেকার’-এর সঙ্গেও জড়িয়েছে কলকাতার নাম। এই শহরের ভরত বিজয়নই ‘দ্য কফিন মেকার’-এর প্রযোজক। যিনি জানিয়েছেন, “ছবি শেষ করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। অনেক কষ্ট করে ছবিটা শেষ করেছিলাম আমরা। তার পর পুরস্কার পেয়ে আমরা উচ্ছ্বসিত।”

শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরস্কারপ্রাপ্ত ‘জলি এলএলবি’-র সৌরভ শুক্ল রাতে বাঙালি খানা খেয়ে সেলিব্রেট করছেন বৌ বর্ণালীর সঙ্গে। মুম্বইয়ে বসে কলকাতার জামাই জানালেন, “আজকের মেনু কষা মাংস, ফুলকপির তরকারি আর মিষ্টি দই।”

jaatishwar movie award
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy