ভয়াবহ অভিজ্ঞতা অহান পাণ্ডের। ‘সইয়ারা’ ছবিতে অভিনয় করার পর থেকে খ্যাতির আলো তাঁর উপর। রাতারাতি জনপ্রিয় হয়েছেন তিনি। যেখানে যান, অনুরাগীরা তাঁকে ছেঁকে ধরেন। মহিলা ভক্তেরা উপহার ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। তবে এই সবের মধ্যেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় তাঁর। রক্ত দিয়ে লেখা চিঠি পেয়ে শিউরে উঠেছিলেন অহান ও তাঁর পরিবার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুত্র অহানের সাফল্য নিয়ে কথা বলেন তাঁর মা ডিয়ান পাণ্ডে। অহানের গর্বিত মা বলেন, “‘সইয়ারা’ মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে দেখতাম ওকে সবাই ছেঁকে ধরত। বাড়ির বাইরে, সব সময়ে ছবিশিকারিরা দাঁড়িয়ে থাকতেন। আমরা খুবই সাধারণ জীবনযাপন করি। আমার স্বামী তো অনুষ্ঠানগুলোতেও যায় না। কিন্তু হঠাৎ করে সবার নজরে চলে আসি আমরা।”
‘সইয়ারা’ মুক্তির পরেই বহু মহিলার থেকে প্রেম ও বিয়ের প্রস্তাব পেয়েছেন অহান। পুত্র এত ভালবাসা পাচ্ছে দেখে মা-ও বিগলিত। তবে একটি ঘটনায় তাঁর স্তম্ভিত হয়ে যান। ডিয়ান বলেন, “কয়েক মাস আগেই আমরা একটা রক্ত দিয়ে লেখা চিঠি পাই। ভয় পেয়ে যাই আমরা। চিঠির উত্তরে, এমন কিছু না করার অনুরোধ জানাই। মুগ্ধতা প্রকাশ করার এ তো খুবই ক্ষতিকর একটা ধরন। এমন ভালবাসা অহান পেতে চায় না।”
২৩ ডিসেম্বর অহানের ২৮ বছর পূর্ণ হল। পুত্রের জন্মদিনে ভালবাসা ও গর্বের কথা উজাড় করে দেন তাঁর মা। বিশেষ শুভেচ্ছাবার্তা আসে ‘সইয়ারা’ ছবির নায়িকা তথা অহানের চর্চিত প্রেমিকা অনীত পড্ডার তরফ থেকেও।