Advertisement
০৫ মে ২০২৪

টলিউডে ডাব্বুর ক্যালেন্ডার

অমিতাভ-শাহরুখরা তাঁর ক্যামেরার সামনে দাঁড়াতে এক কথায় রাজি। সেই ডাব্বু রতনানি এ বার বাংলা ক্যালেন্ডার শ্যুট করছেন। লিখছেন ইন্দ্রনীল রায়অমিতাভ-শাহরুখরা তাঁর ক্যামেরার সামনে দাঁড়াতে এক কথায় রাজি। সেই ডাব্বু রতনানি এ বার বাংলা ক্যালেন্ডার শ্যুট করছেন।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১
Share: Save:

তাঁর ক্যালেন্ডার লঞ্চের দিন সন্ধেবেলা বলিউডের মেগাস্টারদের ফিল্মের শ্যুটিং বন্ধ থাকে।

কোন কোন স্টার তাঁর ক্যালেন্ডারে স্থান পেল তাই নিয়ে সারা বছর চলে নানা জল্পনাকল্পনা। চলে বিস্তর লবিং।

এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর তাঁর ক্যালেন্ডারে স্থান পাওয়ার পরই কোনও নতুন তারকাকে ‘অ্যারাইভড ইন শোবিজ’‌য়ের তকমা দেওয়া হয়।

তিনি ডাব্বু রতনানি।

নিঃসন্দেহে বলিউডের অন্যতম সেরা গ্ল্যামার ফোটোগ্রাফার।

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, সলমন থেকে হৃতিক, ঐশ্বর্যা থেকে বিদ্যা বালন— গত ষোলো বছর ধরে তাঁর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বলিউডের হুজ হু-রা।

সেই ডাব্বু রতনানি এ বার টলিউডে। এবং এখানেই কহানি মে টুইস্ট।

হ্যাঁ, এই প্রথমবার কলকাতার ফিল্ম ও টিভি সেলিব্রিটিদের নিয়ে ডাব্বু রতনানি তৈরি করছেন তাঁর প্রথম বাংলা ক্যালেন্ডার যা পয়লা বৈশাখের সময় উন্মোচিত হবে।

যা খবর, মোট বারোজন সেলিব্রিটি থাকবেন তাঁর ক্যালেন্ডারে। আট জন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, দু’জন টেলিভিশনের আর দু’জন নিউকামার।

সেলিব্রিটিদের বাছাইয়ের দায়িত্বে থাকছেন ডাব্বু নিজেই। গোটা ব্যাপারটা ঠিক করতে দু’এক সপ্তাহের মধ্যেই তিনি কলকাতায় আসছেন।

শোনা যাচ্ছে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির দু’একজন স্টারকেও নাকি দেখা যেতে পারে এই ক্যালেন্ডারে।

তা কারা কারা থাকছেন ডাব্বুর প্রথম টলিউড এডিশনের ক্যালেন্ডারে?

এখনও অবধি যা খবর, প্রথম বছর ডাব্বু চারজনকে তাঁর ক্যালেন্ডারের জন্য বিশেষভাবে চাইছেন। তাঁরা হলেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পাওলি।

‘‘আমি একটা শর্ট লিস্ট করেছি। কলকাতায় গিয়ে সবার সঙ্গে আমি পার্সোনালি কথা বলব। এই চারজন যদি প্রথম বছর আমার ক্যালেন্ডারে ফিচার করে, নিজের খুব ভাল লাগবে। আমি সব সময়ই স্টারদের এমন ছবি তোলা পছন্দ করি যেটা আগে কেউ দেখেনি। বাংলা ক্যালেন্ডারের ক্ষেত্রেও তাই হবে,’’ শনিবার সকালে মুম্বই থেকে জানালেন ডাব্বু।

কিন্তু হঠাৎ বাংলা সেলিব্রিটিদের নিয়ে ক্যালেন্ডারের কথা ভাবলেন কেন?

‘‘দেখুন, সব সময় চ্যালেঞ্জ নিতে ভাল লাগে। যখন আমার কাছে এই প্রোপোজাল প্রথম আসে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এটাও ঠিক করেছি পুরো শ্যুটিংটাই কলকাতায় করব। বলিউড ক্যালেন্ডারের সময় এক একজন সেলিব্রিটির জন্য আমার বারোটা করে কনসেপ্ট থাকে। বাংলা ক্যালেন্ডারের জন্যও তাই করছি,’’ বলেন সদ্য হ্যাসেলব্ল্যাড ছেড়ে লাইকা ক্যামেরা ব্যবহার করা ডাব্বু।

ডাব্বুর এই ক্যালেন্ডারের খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে টলিউডে। শুরু হয়ে গিয়েছে ফোন চালাচালিও।

প্রসঙ্গত ডাব্বুকে দিয়ে বাংলা সেলিব্রিটিদের ক্যালেন্ডার তৈরি করার কনসেপ্টের পিছনে রয়েছেন প্রযোজক রানা সরকার। হঠাৎ এ রকম ভাবলেন কেন? ‘‘ টলিউড ইন্ডাস্ট্রিতে একটা স্ট্যাগনেন্ট ভাব এসেছে। সময় এসেছে নতুন কিছু ভাববার। টলিউড সেলিব্রিটিদের দিয়ে ডাব্বুর এই ক্যালেন্ডার একটু হলেও টলিউড নিয়ে মানুষের মনে কৌতূহল বাড়াবে। তাই জন্যই এটা করা,’’ বলছেন রানা।

সব মিলিয়ে যা পরিস্থিতি আট জন ফিল্ম সেলিব্রিটিদের মধ্যে চারজনের কথা ডাব্বু নিজেই বলে দিয়েছেন।

এখন দেখার বাকি চারজন কে কে হবেন। পায়েল না শ্রাবন্তী? যিশু না পরমব্রত? আবির না স্বস্তিকা?

পুরো ব্যাপারটা যে আর শুধু ক্যালেন্ডার লঞ্চে সীমাবদ্ধ থাকছে না, তা কিন্তু এই ভরা বসন্তেই পরিষ্কার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indranil roy dabboo ratnani bengali calendar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE