Advertisement
২০ মে ২০২৪

দেবেন বর্মার জীবনাবসান

মারা গেলেন কৌতুকাভিনেতা দেবেন বর্মা। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮। প্রাক্তন এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। টুইটারে শোক প্রকাশ করেছেন আমির খান, কর্ণ জোহর, অনুষ্কা শর্মা, রীতেশ দেশমুখ, মনোজ বাজপেয়ী প্রমুখ। তবে কৌতুকাভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন না তাঁদের কেউই।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০২:৩০
Share: Save:

মারা গেলেন কৌতুকাভিনেতা দেবেন বর্মা। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮।

প্রাক্তন এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। টুইটারে শোক প্রকাশ করেছেন আমির খান, কর্ণ জোহর, অনুষ্কা শর্মা, রীতেশ দেশমুখ, মনোজ বাজপেয়ী প্রমুখ। তবে কৌতুকাভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন না তাঁদের কেউই।

১৯৬১ সালে বি আর চোপড়ার প্রযোজনায় ‘ধর্মপুত্র’ ছবিটি দিয়ে বলিউডে দেবেন বর্মার যাত্রা শুরু। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দেবেনকে। ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘অঙ্গুর’, ‘চোরি মেরা কাম’, ‘অনুপমা,’ ‘গোলমাল,’ ‘খাট্টা মিঠা,’ ‘দিল’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিল তো পাগল হ্যায়,’ -র মতো ছবিতে এই কৌতুকাভিনেতার অভিনয় দক্ষতার পরিচয় মিলেছে।

গুলজারের পরিচালনায় ‘অঙ্গুর’ ছবিটিতে যমজ ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দেবেন। ১৯৮২ সালে মুক্তি পাওয়া সেই ছবি এখনও বলিউডের অন্যতম কৌতুক ছবি হিসেবে গণ্য হয়।

হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি মরাঠি এবং গুজরাতি ছবিতেও অভিনয় করেছেন দেবেন। প্রযোজনা এবং পরিচালনার কাজও করেছেন একটা সময়। দেবেনের প্রযোজিত ছবিগুলির অন্যতম ‘বেশরম।’ অভিনয় জীবনের শেষের দিকে ‘মেরি ইয়ার কি শাদি হ্যায়,’ এবং ‘ক্যালকাটা মেল’-এ অভিনয় করেন দেবেন। এর পরই বলিউড থেকে অবসর নেন জনপ্রিয় এই কৌতুকাভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

deven verma bollywood actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE