Advertisement
E-Paper

প্রসেনজিত্ বনাম ঋতুপর্ণা

৫২-টা ছবিতে একসঙ্গে কাজ করার পর আজ শুক্রবার তাঁরা মুখোমুখি।ওর জন্য রইল শুভেচ্ছা, ভালবাসা। ঋতু খুব ভাল অভিনেত্রী। ওর থেকে অনেক ভাল কাজ আমরা পেয়েছি। চাইব ও যেন আরও ভাল কাজ করে। সংখ্যায় কম হোক ক্ষতি নেই। তবে যা করবে সেটা যেন স্মরণীয় হয়ে থাকে।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ০০:০০

কেমন হত যদি ফেরা যেত আমাদের ‘টন টনা টন’ দিনে

প্রসেনজিত্‌

লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত

‘ফোর্স’য়ে তো আপনার আর অর্পিতার কামব্যাক। প্রত্যাশা অনুযায়ী কি পরিচালক রাজা চন্দ আপনাদের অভিনেতা হিসেবে ব্যবহার করেছেন?

আমার ধারণা দর্শক আমাদের দু’জনের কাজটা পছন্দ করবে। এই ছবিতে অর্পিতা বেশ অন্য রকম একটা চরিত্রে। দর্শক ওকে যে ভাবে ‘প্রতিবাদ’ বা ‘দেবা’তে দেখেছে, ‘ফোর্স’য়ে তার থেকে একদম অন্য একটা ভূমিকায় পাবে। এ ছবিতে ও এক স্কুলশিক্ষিকার ভূমিকায়। আমি এক সিঙ্গল ফাদার। পুলিশে চাকরি করি। আমার ছেলে অটিস্টিক।

‘ফোর্স’ ছবি রিলিজের সঙ্গে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের ‘পতি পরমেশ্বর’। অনুভূতিটা কেমন?

ঋতুর ছবিটা চলা উচিত। দেখে মনে হচ্ছে কমেডি ছবি। যে টিমটা ফিল্মটা বানিয়েছেন ওদের আমি ভাল করে চিনি। রজতাভ (দত্ত) আছে। ওদের সাফল্য কামনা করি। তবে আমার ছবির বিষয়টা একদম আলাদা। বাবা-ছেলের গল্প। খুবই অনুভূতিপ্রবণ।

ছবি: সুব্রত কুমার মণ্ডল।

ঋতুপর্ণা আর প্রসেনজিত্‌ থেকে ঋতুপর্ণা বনাম প্রসেনজিত্‌ হয়ে যাচ্ছে কি?

না। আমার দিক থেকে হচ্ছে না। মুক্তির দিন তো ঋতুর জন্মদিন। আমি চাইব দর্শক ছবিটা দেখুক। ছবির পোস্টারটা বেশ কালারফুল হয়েছে। অনেকটা ‘দবাং’য়ের মতো তৈরি। ঋতুর ‘পারাপার’য়ের পোস্টারও দেখেছি। তবে ‘পতি পরমেশ্বর’য়ের পোস্টারটা আলাদা। পোস্টার দেখে মনে হয়েছে এটা একটা মজার ছবি। আমি নিজেদের মধ্যে আলোচনাও করছিলাম যে ওর ছবির পোস্টার দেখে মনে পড়ে গেল সৌমিত্র জেঠু আর সাবিত্রী আন্টির একটা ফিল্মের কথা... যেখানে স্বামী কুকুর হয়ে যায়। ছবিটার নাম ছিল ‘মন্ত্রমুগ্ধ’।

অনেক প্রযোজকই তো ঋতুপর্ণা আর আপনাকে কাস্ট করতে চান। ফিল্মটা একসঙ্গে করবেন কবে?

সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়ে আমরা মঞ্চে একটা অনুষ্ঠান করলাম। চেয়েছিলাম সব্বাইকে অবাক করে দিতে। প্রোগ্রামের ঠিক আগে অবধিও আমরা কাউকে জানাইনি যে একসঙ্গে মঞ্চে আমরা পারফর্ম করব। বুঝেছি দর্শকের সারপ্রাইজটা ভাল লেগেছে। বাংলাদেশ থেকে পর্যন্ত লোকে আমাকে লিখে জানিয়েছে যে প্রোগ্রামটা দেখে ওদের চোখে জল এসে গিয়েছে। ওদের মত যে ইন্ডাস্ট্রিতে ঋতু আর আমার যোগ্যতা আছে এই শ্রদ্ধাঞ্জলিটা দেওয়ার জন্য। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথাই বলব। ঋতু আর আমি ছবি করলে সেটা এমন হতে হবে যাতে তা ব্যর্থ না হয়। ইট ক্যানট ফেল। রেকর্ডটা অক্ষত থাকা দরকার।

বলছেন এমন ছবি বাছবেন যেটা হিট হওয়ার সম্ভাবনা প্রচুর...

আমি বলব, মনে রাখার মতো একটা ছবি করতে হবে। মনে আছে, চার পাঁচ বছর কাজ না করার পর সুচিত্রা সেন আর উত্তমকুমার যখন আবার ফিরেছিলেন, তখন ওঁরা এসে ‘সপ্তপদী’ করেছিলেন। ঋতু আর আমার এখন ‘সপ্তপদী’ করার মতো বয়স নেই। তবে ছবির বিষয় আর চরিত্রটা ভেবে চুজ করতে হবে। এই নয় যে একটা বন্ধুর চরিত্রে অভিনয় করলাম। যেটা অন্য কেউ অনায়াসে অভিনয় করতে পারে। এমন চরিত্র বাছতে হবে যেটা লোকে দেখে বলবে এটাতে আমাদের ছাড়া কাউকে ভাবা যায় না।

কোনও পরিচালক আছেন যিনি এই কাজটা ভাল করতে পারবেন বলে আপনার ধারণা?

ঋতুপর্ণ ঘোষ। ওকে খুব মিস করছি। ও আমাদের নিয়ে কাজ করেছিল। ও থাকলে আমাদের দিয়ে একটা অন্য লেভেলে অভিনয় করাতে পারত।

জন্মদিনে ঋতুপর্ণাকে কী উইশ করবেন?

ওর জন্য রইল শুভেচ্ছা, ভালবাসা। ঋতু খুব ভাল অভিনেত্রী। ওর থেকে অনেক ভাল কাজ আমরা পেয়েছি। চাইব ও যেন আরও ভাল কাজ করে। সংখ্যায় কম হোক ক্ষতি নেই। তবে যা করবে সেটা যেন স্মরণীয় হয়ে থাকে। আমি জানি ঋতু যে মাপের অভিনেত্রী ও সেটা করতে পারে। আর একটা কথা, একসঙ্গে বাহান্নটা ছবি করেছি। জন্মদিনে ঠাট্টা করে ওকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে কেমন হত যদি চাকা ঘুরিয়ে ফিরে যাওয়া যেত সেই ‘টন টনা টন’ দিনে? যেখান থেকে আমাদের জুটির জনপ্রিয়তা শুরু হয়েছিল....

জন্মদিনে বয়স বলছি না... আমি এজলেস বিউটি

ঋতুপর্ণা

লিখছেন ইন্দ্রনীল রায়

আজ আপনার জন্মদিন, আপনার ছবি ‘পতি পরমেশ্বর’ ও তো আজ রিলিজ?

হ্যাঁ, তবে এর আগেও জন্মদিনে আমার ছবি রিলিজ হয়েছে। কিন্তু সেটা গত তিন চার বছরে নয়। জন্মদিনের সঙ্গে ছবি রিলিজ ইন্টারেস্টিং কম্বিনেশন তো বটেই। আর জন্মদিনের দিন আমি একেবারে বাচ্চা হয়ে যাই। ছোটবেলার কথা মনে পড়ে যখন আমার মা জন্মদিন উপলক্ষে মাংসের ঘুগনি বানাতেন...

বয়স তো জিজ্ঞেস করতে নেই হিরোইনদের?

হাহাহাহা। একদম না। আর আমি কিছুতেই বয়স বলছি না আপনাকে। এইটুকুই বলব এজলেস বিউটি আমি।

কিন্তু এ বারে তো প্রসেনজিতের ‘ফোর্স’ও রিলিজ করছে একই দিনে। প্রসেনজিত্‌-ঋতু এ বার প্রসেনজিত্‌ বনাম ঋতু।

হ্যাঁ জানি। কিন্তু প্রায় আড়াই মাস আগে থেকেই ঠিক ছিল আমাদের ছবিটা আমার জন্মদিনের দিন রিলিজ হবে। কী হল জানি না, হঠাত্‌ করে একমাস আগে শুনলাম ‘ফোর্স’ ও সে দিন রিলিজ করছে। তবে আমাদের ছবিটা নির্ভেজাল কমেডি। ছবির পরিচালক জয়শ্রী ভট্টাচার্য দারুণ কাজ করেছেন। ‘পতি পরমেশ্বর’য়ের রিলিজ শুনে শাহরুখ থেকে মিঠুন চক্রবর্তী সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমাকে।

আচ্ছা আপনি ও প্রসেনজিত্‌ আর একসঙ্গে কাজ করবেন না?

আচ্ছা নিজের ছবির কথা বলছি সেটায় হচ্ছে না বুঝি (হাসি)! আমি নিজেও জানি না কবে আমরা কাজ করব।

প্রোডিউসর-ডিরেক্টরও তো রেডি...

কিন্তু ওর সঙ্গে একসঙ্গে কাজ করতে হলে একটা স্পেকটাকুলার তো কিছু করতে হবে। এখনও অবধি সেই রকম কোনও চিত্রনাট্য আসেনি...

আচ্ছা আপনাকে জন্মদিনে উইশ করেন প্রসেনজিত্‌?

এখনও অবধি তো জন্মদিন আসেনি। সাত তারিখের পর বলতে পারব। (হাসি) এলে নিশ্চয়ই জানাব।

আগের বছরগুলোতে আসেনি?

কিছু দিন আগে যখন আমি বডি ডোনেশন মানে দেহদানের জন্য নিজের নামটা নথিভুক্ত করেছিলাম তখন ও আমাকে মেসেজ করে কনগ্র্যাচুলেশন জানিয়েছিল।

আর সুচিত্রা সেনের ইভেন্টটার জন্য এসএমএস এসেছিল। উফ....এর বাইরে কি আর কিছু নেই (হাসি)

আছে তো। প্রসেনজিত্‌ বনাম ঋতুপর্ণা....

আনন্দplus এর হেডিংটাও দেখতে পাচ্ছি... দুই সুপারস্টারের যুদ্ধ (হাসি)

ananda plus prasenjit versus rituparna prasenjit rituparna priyanka dasgupta indranil roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy