Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রেড কার্পেটে সেরার স্বীকৃতি বার্ডম্যান-কে

হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৮৭তম অ্যাকাডেমি পুরস্কার প্রদানের মঞ্চে সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিল ‘বার্ডম্যান অর’। আরও তিনটি বিভাগ— সিনেমাটোগ্রাফি, পরিচালনা এবং চিত্রানাট্যে সেরার তকমা পেয়েছে ছবিটি। সেরা অভিনেতা ‘দ্য থিয়োরি এভরিথিং’-এর এডি রেডমাইনে। ছবিতে স্টিফেন হকিংস-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘স্টিল অ্যালিস’-এর জুলিয়ান মুর।

সেরা অভিনেত্রীর সম্মান পাওয়ার পর স্বামীর সঙ্গে জুলিয়ান মুর। ছবি: রয়টার্স।

সেরা অভিনেত্রীর সম্মান পাওয়ার পর স্বামীর সঙ্গে জুলিয়ান মুর। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৪
Share: Save:

হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৮৭তম অ্যাকাডেমি পুরস্কার প্রদানের মঞ্চে সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিল ‘বার্ডম্যান অর’। আরও তিনটি বিভাগ— সিনেমাটোগ্রাফি, পরিচালনা এবং চিত্রানাট্যে সেরার তকমা পেয়েছে ছবিটি। সেরা অভিনেতা ‘দ্য থিয়োরি এভরিথিং’-এর এডি রেডমাইনে। ছবিতে স্টিফেন হকিংস-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘স্টিল অ্যালিস’-এর জুলিয়ান মুর।

ব্রিটিশ অভিনেতা এডি-র সঙ্গে ‘বার্ডম্যান অর’-এর নায়ক মাইকেল কিটন-এর জোরদার লড়াই হয়। কিন্তু শেষমেশ ৩৩ বছরের এডি-ই সেরা অভিনেতা নির্বাচিত হন। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত ওই অভিনেতা জানান, তাঁর ভাগ্য সম্পর্কে তিনি সচেতন। পুরস্কারটি স্টিফেন হকিং এবং তাঁর পরিবারের প্রতি উত্‌সর্গ করেন তিনি বলেন, “অ্যামিওট্রোফিক ল্যাটারাল স্কেলেরোসিস (এএলএস)-এর সঙ্গে সারা বিশ্ব জুড়ে লড়াই করছেন যাঁরা, এই পুরস্কার তাঁদের। এই পুরস্কার একটি ব্যতিক্রমী পরিবারেরও, হকিং পরিবার।” মস্তিষ্কের নিউরন সংক্রান্ত অত্যন্ত জটিল রোগ এই এএসএল। অ্যাস্ট্রোফিজিসিস্ট স্টিফেন হকিং ওই রোগে আক্রান্ত।

অন্য দিকে, ‘স্টিল অ্যালিস’-এ অ্যালঝাইমারস রোগে আক্রান্ত এক অধ্যাপিকার চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়ান মুর। পুরস্কার পেয়ে তিনি জানান, অ্যালঝাইমারস-এ আক্রান্তেরা মাঝে মাঝেই নিঃসঙ্গতায় ভোগেন। তাদের সুস্থ করে তোলার বিষয়ে আমাদের এগিয়ে আসা উচিত। এর পরই আবেগে ভেসে যাওয়া জুলিয়ানের মন্তব্য, “অনেকে বলেন, অস্কার পেলে বয়স নাকি পাঁচ বছর কমে যায়। তাই এই পুরস্কার পেয়ে আমি খুশি। কেননা আমার স্বামী আমার থেকে বয়সে ছোট।”

সেরার তালিকা

মুখ্য অভিনেতা:

এডি রেডমাইনে (দ্য থিওরি অব এভরিথিং)

সহ-অভিনেতা:

জে কে সিমনস (হুইপল্যাশ)

মুখ্য অভিনেত্রী:

জুলিয়ান মুর (স্টিল অ্যালিস)

সহ-অভিনেত্রী:

প্যাট্রিসিয়া আরকেট (বয়হুড)

অ্যানিমেটেড কাহিনিচিত্র:

বিগ হিরো ৬

সেরা ছবি:

বার্ডম্যান অর (দ্য আনএক্সপেক্টেড ভারচু অব ইগনোরেন্স)

সিনেমাটোগ্রাফি:

বার্ডম্যান অর (ইম্যানুয়েল লুবেজকি)

পোশাক পরিকল্পনা:

দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (মিলেনা ক্যানোনেরো)

পরিচালনা:

বার্ডম্যান অর (আলেজান্দ্রো জি ইনারিতু)

চলচিত্র সম্পাদনা:

হুইপল্যাশ (টম ক্রস)

বিদেশি ভাষার ছবি:

ইদা (পোল্যান্ড)

মেকআপ ও হেয়ারস্টাইলিং:

দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (ফ্র্যান্সেস হ্যানন এবং মার্ক কুলিয়ার)

প্রোডাকশন ডিজাইন:

দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

শব্দ সম্পাদনা:

আমেরিকান স্নাইপার (অ্যালান রবার্ট মারে এবং বাব আসমান)

শব্দ মিশ্রণ:

হুইপল্যাশ

ভিজুুয়াল এফেক্ট:

ইন্টারস্টেলার

সঙ্গীত (অরিজিনাল স্কোর):

দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

চিত্রনাট্য (অরিজিনাল স্ক্রিন প্লে):

বার্ডম্যান অর

ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট):

ক্রাইসিস হটলাইন: ভেটেরান্স প্রেস ১

ডকুমেন্টারি (কাহিনি):

সিটিজেনফোর

স্বল্প দৈর্ঘ্যের ছবি (অ্যানিমেটেড):

ফিস্ট

স্বল্প দৈর্ঘ্যের ছবি (লাইভ অ্যাকশন):

দ্য ফোন কল

সঙ্গীত (অরিজিনাল সং):

সেলমা

চিত্রনাট্য (অ্যাডাপটেড স্ক্রিন প্লে):

দ্য ইমিটেশন গেম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

oscar 2015 87th
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE