বাংলা ভাষার প্রতি ভালবাসা ও দক্ষতার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে ‘শব্দ-জব্দ ২০২৫’। আনন্দবাজার অনলাইনের এই বিশেষ উদ্যোগে চতুর্থ বছরে পা দিয়ে রাজ্যের ১৪টি জেলার ২০০টিরও বেশি স্কুলকে একত্রিত করেছে। স্কুল স্তরের এই পর্বে শিক্ষার্থীরা নিজেদের স্কুল প্রাঙ্গণেই অংশ নিচ্ছে এই অভিনব শব্দের খেলায়। সেখান থেকে বাছাই হওয়া তিন জন করে শিক্ষার্থীরা পরবর্তী ধাপে তাদের স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করছে। এরপর জেলাস্তরে প্রতিটি জেলার সেরা স্কুলগুলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই, যার মাধ্যমে উঠে আসবে সেই জেলার সেরা স্কুলগুলি।
এই উদ্যোগের মূল লক্ষ্য আগামী প্রজন্মকে মাতৃভাষার শিকড়ের সঙ্গে আরও মজবুত করে জুড়ে দেওয়া। ইতিমধ্যেই ‘শব্দ-জব্দ’ টিম পৌঁছে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের চেনা পরিবেশে আনন্দের সঙ্গে অংশ নিচ্ছে এই শব্দের খেলায়, এবং প্রতিটি মুহূর্তে ধরা পড়ছে তাদের উচ্ছ্বাস ও উৎসাহের ছবি। মাতৃভাষা নিয়ে এমন প্রাণবন্ত এক উদ্যোগ হয়ে উঠছে বাংলা স্কুলপাঠের এক নতুন চেনা মুখ।
শব্দ খেলার মগজ যুদ্ধে জেলাস্তরের প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা সরাসরি পৌঁছে যাবে চূড়ান্ত পর্বে। সেই পর্ব অনুষ্ঠিত হবে কলকাতায়। এই পর্বে মুখোমুখি হবে ১২টি জেলার সেরা স্কুলগুলি। যাদের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ৬টি স্কুলকে। এ বার মুখোমুখি হবে তারা। যাদের মধ্যে থেকে সেরা ৩ স্কুল পাবে বিজেতার খেতাব।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।