Advertisement
০২ মে ২০২৪
Shobdo Jobdo 2023 Prelims

‘শব্দ-জব্দ ২০২৩’-এর সেমিফাইনালে উত্তীর্ণ হল কোন ৫০টি স্কুল? এক নজরে দেখে নিন

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এসে দ্বিতীয় পর্বে অর্থাৎ সেমিফাইনালে মোট ৫০টি দল উত্তীর্ণ হয়েছে।

শব্দ-জব্দের লড়াইয়ে শিক্ষার্থীরা

শব্দ-জব্দের লড়াইয়ে শিক্ষার্থীরা

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৩:৩৭
Share: Save:

হাড্ডাহাড্ডিভাবে জমে উঠেছে 'শব্দ জব্দ ২০২৩'-এর লড়াই। রবীন্দ্র সদনে শিক্ষার্থীদের মধ্যে চোখে পড়ছে টান টান উত্তেজনা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এসে দ্বিতীয় পর্বে অর্থাৎ সেমিফাইনালে মোট ৫০টি দল উত্তীর্ণ হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন দল দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

  • শ্রীরামপুর গার্লস হাই স্কুল
  • বিদ্যাসাগর বিদ্যাপীঠ
  • চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির
  • লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যা মন্দির
  • স্যেন্ট অগস্টিন, শ্যামনগর
  • হুগলি গার্লস হাই স্কুল
  • বর্ধমান বৈদ্যনাথ স্কুল
  • কামড়াবাদ উচ্চ বালিকা বিদ্যালয়
  • চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস
  • আলিগঞ্জ আরআরবি গার্লস স্কুল
  • মেদিনীপুর কলেজিয়েট স্কুল
  • বর্ধমান বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়
  • পাঠ ভবন ডানকুনি
  • বর্ধমান সিএমএস হাই স্কুল
  • শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল
  • সোনারপুর বিদ্যাপীঠ
  • স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাই স্কুল
  • হারিনভি ডিভিএএস হাই স্কুল
  • রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর
  • বিবেকানন্দ মিশন স্কুল
  • হাওড়া জিলা স্কুল
  • হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন
  • বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ হাই স্কুল
  • সেন্ট জনস স্কুল, ব্যান্ডেল
  • সাইনি ইন্টারন্যাশনাল স্কুল
  • বারুইপুর হাই স্কুল
  • দ্য আরিয়ান স্কুল
  • দিল্লি পাবলিক স্কুল
  • লেক স্কুল ফর গার্লস
  • বিনোদিনী গার্লস হাই স্কুল
  • বাটানগর গার্লস হাই স্কুল
  • অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লস
  • ভিক্টোরিয়া ইনস্টিটিউশন
  • বি ই কলেজ মডেল স্কুল
  • মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়
  • হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড হায়ার সেকেন্ডারি স্কুল
  • রামগোপালচক ভারতী বিদ্যামন্দির
  • শক্তিনগর হাই স্কুল
  • যাদবপুর বিদ্যাপীঠ
  • চুঁয়ানপুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুল
  • বেলডাঙ্গা হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়
  • মুরলীধর গার্লস স্কুল
  • যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল
  • টেকনো ইন্ডিয়া স্কুল, গড়িয়া
  • রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • নাসরা গার্লস হাই স্কুল
  • রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস
  • পাঠভবন স্কুল
  • কৃষ্ণনগর হাই স্কুল
  • কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল

বাংলা শব্দের এই অভিনব উদ্যোগের খেলায় মেতে কলকাতা সহ জেলার মোট ১৫৩টি স্কুলে বিভিন্ন মজার শব্দের খেলা নিয়ে হাজির হয়েছিলাম আমরা। প্রায় ৪০,০০০ শিক্ষার্থী শব্দ জব্দের এই খেলার প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার চূড়ান্ত পর্বে প্রতিটি স্কুল থেকে তিনজন শিক্ষার্থী স্কুলকে প্রতিনিধিত্ব করে। শব্দের এই মজার খেলায় পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেমিফাইনালে ৫০টি দলকে বেছে নিয়েছি আমরা। এবার দেখার পালা এদের মধ্যে কোন স্কুলগুলি ফাইনালে পৌঁছবে। শেষ পর্যন্ত কোন স্কুল জিতে নেবে শ্রেষ্ঠত্বের শিরোপা?

চূড়ান্ত পর্বের চূড়ান্ত স্তরে প্রতিযোগিদের জন্য থাকছে আরও মজার শব্দের খেলা। বিশদে জানতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের 'শব্দ-জব্দ ২০২৩'-এর পাতায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE