কোলন বা মলাশয়ের ক্যানসারের হার এখন ঊর্ধ্বগামী। বিশেষ করে অল্পবয়সিদের একটা বড় অংশের মধ্যে এই ধরনের ক্যানসারের প্রকোপ বাড়ছে। ফলের মধ্যে একাধিক গুণাগুণ রয়েছে। কোলন ক্যানসারকে দূরে রাখতে সাহায্য করে বিভিন্ন ফল।
আরও পড়ুন:
১) টক ফল: লেবু বা অন্যান্য টক ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পাশাপাশি, এই ধরনের ফল অ্যান্টি-অক্সিড্যান্টে পরিপূর্ণ। ভিটামিন সি পেটের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আর সুস্থ পেট মানে কোলন ক্যানসারের ঝুঁকিও অনেকাংশে কমে যায়।
২) আপেল: এই ফলের একাধিক গুণ রয়েছে। তার মধ্যে ক্যানসার প্রতিরোধ অন্যতম। কারণ, আপেলের মধ্যে থাকে পেকটিন নামক ফাইবার। এই ফাইবার সহজেই দ্রাব্য এবং খাবার হজম করতে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তার ফলে মলাশয়ের স্বাস্থ্যও ভাল থাকে। পেট পরিষ্কার থাকলে কোলোনের দেওয়ালের কোষের ক্ষতি হয় না।
৩) তরমুজ: এই ফলটি সকলেই কমবেশি খেতে পছন্দ করেন। তরমুজের মধ্যে উপস্থিত লাইকোপেন (এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট) দেহের প্রদাহের সঙ্গে লড়াই করতে সক্ষম। তার ফলে ‘অক্সিডেটিভ স্ট্রেস’-এর পরিমাণ কমে যায়। ফলে পেট পরিষ্কার থাকে। কোলনের উপরেও অযথা চাপ তৈরি হয় না।