হার্ট অ্যাটাকের মতো মারণ আঘাত যেকোনও সময় নেমে আসতে পারে। হার্টের চিকিৎসকেরাই বলেন, এ রোগ নিঃসারে আক্রমণ করে। আর যখন করে, তখন তাকে ঠেকানো মুশকিল হয়ে পড়ে। হার্ট অ্যাটাকে সঙ্গে সঙ্গে মৃত্যুর ঘটনা অজস্র রয়েছে। তবে আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন বলছে, হার্টের রোগের উপসর্গ স্পষ্ট ফুটে ওঠে ত্বকেও। একটু নজর করলেই আগে থেকে সাবধান হওয়া সম্ভব।
১। হলদেটে কমলা রঙের মোমের মতো ত্বক
ত্বকের উপরে যদি কমলাটে হলুদ রঙের অল্প উঁচু মাংস পিণ্ডের মতো জিনিস দেখা যায়, বিশেষ করে চোখের কোনে, হাতে, পায়ের নীচের অংশ, তবে হতে পারে তা রক্তে অতিরিক্ত কোলেস্টেরল বৃৃদ্ধির ফল। মনে রাখবেন কোলেস্টেরল থেকেই হার্টে ব্লকেজ তৈরি হয়। যা থেকে হতে পারে হার্ট অ্যাটাক। তাই ত্বকে এমন জিনিস খেয়াল করলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
২। নীলচে জালের মতো ছোপ
হাতে বা পায়ের পাতায় যদি নীল অথবা বেগনি রঙের জালের মতো ছোপ দেখা যায় তবে তা হার্টের অসুখের লক্ষণ হতে পারে। সাধারণত প্রচণ্ড ঠান্ডায় এমন হওয়া স্বাভাবিক বলে জানাচ্ছে আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন। কিন্তু সাধারণ তাপমাত্রাতেও এমন হলে, তা চিন্তার বিষয়। এর অর্থ হতে পারে রক্তে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছচ্ছে না।
৩। নখের গোড়ার ত্বক এবং নখের ভিতরের ত্বকে লালচে দাগ
আঙুলের যে জায়গা থেকে নখ শুরু হচ্ছে, তার নীচের অংশ লালচে হয়ে ফুলে গেলে আর নখের ডগা গোল হয়ে নীচের দিকে মুড়ে গেলে, তা হার্টের সংক্রমণের লক্ষণ হতে পারে। তবে এ-ও ঠিক অনেকের হার্টের সমস্যা না হলেও এমন হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নখের ভিতরের ত্বকে লালচে অথবা বেগনি দাগ দেখলেও চিকিৎসকের পরামর্শ নিন।
৪। ত্বকে র্যাশের মতো ছোট ছোট ফুস্কুড়ি
আচমকা ত্বকের উপরে ছোট ছোট ফোস্কার মতো র্যাশও হার্টের সমস্যার কারণে হতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে ফ্যাটি অ্যাসিড জমে ত্বকে এমন হতে পারে।
৫। মণির পাশে ছাইরঙা গোল দাগ
চোখের যে রঙিন অংশ তার চার পাশে যদি ঘোলাটে ছাই রঙা গোল দাগ দেখা যায়, তবে তা-ও হার্টের রোগের লক্ষণ হতে পারে।