Advertisement
E-Paper

শিঙাড়া, জিলিপি নিয়ে জোর বিতর্ক, বিস্কুটও নাকি ক্ষতিকর! সান্ধ্য আড্ডায় স্বাস্থ্যকর কোন খাবার রাখবেন?

সন্ধ্যা হলেই ভাজাভুজি খেতে মন চায়? কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখতে হলে, সব খাবার মেনুতে রাখা যায় না। নির্ভাবনায় খাওয়া যাবে এমন কোন খাবার সান্ধ্য মেনুতে জুড়বেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৬:০৫
স্বাস্থ্যকর অথচ সুস্বাদু— কোন খাবার রাখবেন সান্ধ্য আড্ডায়?

স্বাস্থ্যকর অথচ সুস্বাদু— কোন খাবার রাখবেন সান্ধ্য আড্ডায়? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে শিঙাড়া, জিলিপি নিয়ে জোর তরজা চলছে। চায়ের সঙ্গে ক্ষেত্রবিশেষে বিস্কুটও ক্ষতিকর হতে পারে বলছেন পুষ্টিবিদ থেকে চিকিৎসকেরা। তা হলে আর কোন খাবার মেনুতে রাখবেন, যা নিশ্চিন্তে, নির্ভাবনায় খাওয়া যায়। শিশু থেকে বয়স্ক সকলকেই খাওয়ানো যায়।

চায়ের সঙ্গে স্বাস্থ্যকর কোন ‘টা’ রাখবেন?

চায়ের সঙ্গে শিঙাড়া খেতে দারুণ লাগে। আর চা-বিস্কুটের জুটি ভাঙাও দুষ্কর। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রাখলে ভাবতে হয় অন্য ভাবে। এমন কোন খাবার রাখবেন সান্ধ্য আড্ডায়, যা খেলে একেবারেই অম্বল-বুকজ্বালার ভয় থাকবে না। বজায় থাকবে স্বাস্থ্য।

মাখানা: ফাইবারে ভরপুর অথচ ক্যালোরি কম। প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে মাখানায়। যেহেতু মাখানায় ম্যাগনেশিয়াম রয়েছে, তাই হার্ট ভাল রাখতেও সাহায্য করে এটি। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাখানার গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই ডায়াবেটিকদের জন্য এই খাবার নিরাপদ। সুতরাং সান্ধ্য আড্ডায় রাখতেই পারেন মাখানা। স্বাদ বৃদ্ধিতে ঘিয়ে একটু নাড়াচাড়া করে নিন। যোগ করুন গোলমরিচ বা পছন্দের যে কোনও মশলা।

ছোলা: সেদ্ধ নয়, বালিতে ভাজা ছোলা নির্ভাবনায় রাখতে পারেন চায়ের সঙ্গে। প্রোটিন, ফাইবারে পূর্ণ ছোলা। ছোলায় থাকা কার্বোহাইড্রেট রক্তে আচমকা শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় না। এতে মেলে অ্যান্টি-অক্সিড্যান্টও। তা ছাড়া তেলে ভাজা হয় না বলে এটি খেলে হজমের সমস্যাও হবে না।

ভুট্টা পোড়া: এই মরসুমে ভাল ভুট্টা পাওয়া যায়। ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের উপস্থিতির ফলে এটি স্বাস্থ্যকর খাবারের তালিকায় পড়ে। খেতেও স্বাদু। সন্ধ্যার সময় ভুট্টা পুড়িয়ে লেবু, নুন দিয়ে বা পছন্দের কোনও মশলা দিয়ে এটি খেতে পারেন। তবে লেবু যোগ করলে দুধ চা বাদ দেওয়াই ভাল।

পপকর্ন: ভুট্টার দানা থেকে পপকর্ন তৈরি হয়। এটিও খুব স্বাস্থ্যকর খাবার। তবে প্যাকেটজাত পপকর্ন নয়, চিকিৎসকেরা বলছেন, ভুট্টার দানা থেকে বাড়িতেই পপকর্ন বানিয়ে নেওয়া ভাল। বাজারচলতি প্যাকেটজাত ভুট্টার দানাও কিন্তু এড়িয়ে যেতে বলছেন চিকিৎসকেরা।

বাদাম: আখরোট, কাঠবাদাম, চিনেবাদাম— ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের অন্যতম উৎস। অল্প ঘিয়ে নাড়াচাড়া করে নিয়ে এগুলিও খেতে পারেন। উপাদেয় এবং স্বাস্থ্যকর এই খাবার সান্ধ্য খিদে মেটানোর জন্য খুব ভাল উপায়।

Evening Snacks healthy food Singara Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy