শুভেচ্ছা বার্তায় ‘ভাল থেকো’ কথাটা বলা সহজ। কিন্তু সত্যিকারের ভাল থাকতে গেলে অনেক চেষ্টা আর অনেক শৃঙ্খল মেনে চলতে হয়। শুধু মন ভাল থাকা বা শুধু শারীরিক ভাবে ভাল থাকাকে সম্পূর্ণ সুস্থতা বলা যায় না। প্রকৃত অর্থে ভাল থাকতে গেলে মন, শরীর এবং আত্মিক ভাবেও ভাল থাকতে হবে। আন্তর্জাতিক ভাল থাকা দিবসে সেই সার্বিক ভাল থাকার উপায় নিয়েই আলোচনায় বসলেন মন ভাল রাখার জগত বিনোদনের তারকা এবং শারীরিক ভাবে সুস্থ রাখার কারিগর ডাক্তারবাবুরা।

অনুষ্ঠানটির আয়োজন করেছিল কোড ওয়েলনেস সংস্থা। ছবিতে চিকিৎসক সুমন মিত্রের সঙ্গে সংস্থার অধিকর্তা পুষ্টিবিদ অনন্যা ভৌমিক। ছবি: সংগৃহীত।
গত ১৪ জুন সন্ধ্যায় সেই আলোচনা সভা বসেছিল কলকাতায় ভারতীয় জাদুঘরের এক্সিবিশন হলে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল কোড ওয়েলনেস সংস্থা। সাধারণ জনগণকে ভাল রাখার যে কাজ, তা গত তিন বছর ধরে করে চলেছে তারা। ভাল থাকা দিবসেই সংস্থাটি উদযাপন করল তাদের তৃতীয় বর্ষপূর্তি। সেই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিলেন, টলিউজের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেত্রী স্বস্তিকা দত্ত, খাবার নিয়ে চর্চাকারী ইন্দ্রজিৎ লাহিড়ী, অভিনেত্রী অঞ্জনা বসু, আরজে অগ্নি, অভিনেত্রী রূপসা চক্রবর্তী এবং অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।
ছিলেন শহরের খ্যাতনামী চিকিৎসক রাজা ধর, চন্দ্রিমা দাশগুপ্ত, সব্যসাচী মিত্র, সুমন মিত্র, সঞ্জয় দে বক্সি, শাশ্বতী সিংহ, শান্তনু রায়। ছিলেন সংস্থার অধিকর্তা পুষ্টিবিদ অনন্যা ভৌমিকও।