Advertisement
E-Paper

সারা দিন ধরে পান করেন অক্ষয়, বিশেষ পানীয়তেই সুস্থ থাকেন তিনি, কী কী মেশানো হয় তাতে?

সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ অক্ষয় কুমারের। খাদ্যাভ্যাসের বিষয়ে বেশ যত্নবান তিনি। একটি বিশেষ পানীয় রাখেন নিজের কাছে, যা ধীরে ধীরে পান করতে থাকেন দিনভর। কী দিয়ে বানানো এই ডিটক্স ওয়াটার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৭:০৮
Akshay Kumar drinks this detox water infused with three ingredients to keep himself hydrated

অক্ষয় কুমারের প্রিয় পানীয় কী জানেন? ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমারের কাছে ফিটনেসের মূলমন্ত্র সুশৃঙ্খল জীবনযাপন। রাত জেগে পার্টি করা, অস্বাস্থ্যকর খাওয়া, অনিয়ম ঘুম— কোনওটিরই পক্ষপাতী নন তিনি। বলিউডের নায়কের বিষয়ে এ তথ্য তো অনেকেরই জানা। কিন্তু তাঁর খাদ্যাভ্যাসের একটি প্রয়োজনীয় দিক প্রকাশ পেল সম্প্রতি। একটি বিশেষ পানীয় ছাড়া তাঁর দিন চলে না। সেট হোক বা বাড়ি, মস্ত এক গ্লাস এই পানীয় বানিয়ে নিয়ে যান তিনি। কী কী থাকে তাতে?

অক্ষয়ের প্রিয় পানীয়, বা ডিটক্স ওয়াটারের রেসিপি কী?

আপেল, শসা টুকরো কেটে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তার মধ্যে পুদিনা পাতা ফেলে দিয়ে জলটিকে ফ্রিজে রেখে দিতে হবে। বেশ কয়েক ঘণ্টা পর সেই জলটি বোতলে বা গ্লাসে ঢেলে সারা দিন ধরে অল্প অল্প করে পান করতে হবে। অথবা শুরুতেই বোতলের মধ্যে তৈরি করতে হবে। বেরোনোর সময়ে ফ্রিজ থেকে বোতলটি নিয়ে নিতে হবে। অক্ষয়ের কথায়, ‘‘এই পানীয় শরীরকে হাই়ড্রেটেড রাখতে সাহায্য করে। শরীরে জলশূন্যতার সমস্যা দেখা দেয় না। দিনে ৩ থেকে ৪ লিটার এই জল পান করা উচিত।’’

Akshay Kumar drinks this detox water infused with three ingredients to keep himself hydrated

অক্ষয়ের ডিটক্স ওয়াটারের রেসিপি। ছবি: এআই।

এই পানীয় কী ভাবে স্বাস্থ্যের উপকার করে?

পুদিনার মূল উপাদান মেন্থল পরিপারতন্ত্রকে ঠান্ডা রাখে। সেখানকার পেশিগুলিকেও শান্ত করে। ফলে পরিপারতন্ত্রে অস্বস্তি এবং ব্যথাবেদনা কমে যায়। এতে থাকে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য, যা অন্ত্রের খারাপ ব্যাক্টেরিয়ার সঙ্গে মোকাবিলা করতে পারে। তা ছাড়া শসা ভেজানো জলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন দূর করে। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং পটাশিয়াম। শসার ডিটক্স ওয়াটার সবচয়ে বেশি প্রচলিত, কারণ ওজন ঝরানো, হজমপ্রক্রিয়া উন্নত করা, ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য এটি কার্যকরী। আপেল মেশানো জলেও বদহজমের সমস্যা দূর হয়। এতে ভর্তি ফাইবার অনেক ক্ষণ পেট ভর্তি রাখে। পেট ফাঁপার সমস্যা দূর করে খাবার হজম করায়। ফলে সামগ্রিক ভাবে সুস্থ থাকার জন্য আপেল, শসা ও পুদিনা পাতা মেশানো জল খাওয়া যেতে পারে। সাধারণ জলে স্বাদ যুক্ত হলে খেতেও ভাল লাগে। তাই অক্ষয়ের পথে চললে উপকৃত হতে পারেন আপনিও।

(এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। আপেল, শসা, পুদিনা পাতা মেশানো এই জল বা ডিটক্স ওয়াটার আপনি খেতে পারবেন কি না, সে বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।)

Detox Water Akshay Kumar Infused Water Healthy Lifestyle Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy