প্রেমের উদ্যাপন নানা ভাবেই করা যায়। নির্দিষ্ট একটি দিনে তাকে আবদ্ধ করে রাখা যায় না। কেউ মনের মানুষটিকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন, কেউ আবার একান্তে নিজেদের মতো সময় কাটাতে। তবে তরুণ প্রজন্মের অনেকেই আবার ভালবাসা উদ্যাপন করেন যুগলে ট্যাটু এঁকে। কেউ সঙ্গীর নাম লেখান, তো কেউ আবার ভালবাসার চিহ্ন আঁকিয়ে নেন। ভালবাসার মরসুমে তেমন কিছু করানোর পরিকল্পনা রয়েছে? তার আগে ট্যাটু সম্পর্কে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি।
আরও পড়ুন:
১) ট্যাটু করানোর আগে যে জায়গা থেকে করাবেন, সেই ব্যাপারে খোঁজখবর নিয়ে নিন। ট্যাটুশিল্পী অভিজ্ঞ কি না, যাচাই করে নিন।
২) শরীরের কোন অংশে ট্যাটু করালে ব্যথা কম লাগবে, সেই বিষয়ে খোঁজখবর নিয়ে নিন। সাধারণত ঊরু, হাত, পিঠ, কাঁধ— এই সমস্ত জায়গায় ট্যাটু করালে ব্যথা কম লাগে। জীবনে প্রথম ট্যাটু করাতে চাইলে এই অংশগুলিই বেছে নিন।
৩) আগের দিন রাত জেগে পার্টি করেছেন আর পরের দিন ট্যাটু করাতে ছুটলেন— এমন ভুল করবেন না। ট্যাটু করাতে যাওয়ার আগে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। শরীরে ক্লান্তি থাকলে ব্যথাও বেশি হবে।
আরও পড়ুন:
৪) কোনও ভাইরাল জ্বরে ভুগছেন কিংবা সর্দিকাশিতে জর্জরিত— এমন পরিস্থিতিতে ট্যাটু করাতে না যাওয়াই ভাল। শরীরের প্রতিরোধ ক্ষমতা এই সময় দুর্বল থাকে। ফলে ব্যথাও বেশি হয়, সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
৫) ট্যাটু করানোর পর ২৪ ঘণ্টা মদ্যপান করবেন না। মদ্যপান করলে ব্যথা বেশি হয়, শরীরে জলশূন্যতা ঘটে এবং রক্তও তরল হয়।