Advertisement
E-Paper

ডান চোখে দৃষ্টি নেই, কিডনিতেও রোগ! ‘বাহুবলী’র খলনায়ক রানা এ অবস্থায় মনের যত্ন নেন কী করে

শোচনীয় শারীরিক অবস্থায় অভিনয় করতে অসুবিধা তো হয় বটেই, কিন্তু নিজের সঙ্গে লড়াই করতে শিখেছেন রানা। সে কারণে রানাকে দেখে কিছুই বোঝার জো থাকে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৬:২৪
Bahubali Actor Rana Daggubati lost vision in one eye, had to transplant kidney

একাধিক গুরুতর রোগে ভুগছেন রানা দগ্গুবতি। ছবি: সংগৃহীত।

রানা দগ্গুবতি। তেলুগু, হিন্দি ছবির তারকা তিনি। অ্যাকশন দৃশ্যে তাঁর অভিনয় এবং স্টান্ট মুগ্ধ করে অনুরাগীদের। দেহসৌষ্ঠব, রূপ, স্টান্টে যেমন পারদর্শী তিনি, তাতে স্পষ্ট, ফিটনেস বিষয়ে বেশ সচেতন, বেশ স্বাস্থ্যবান ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা। কিন্তু মনে হওয়া আর সত্য যে এত আলাদা হতে পারে, তা কল্পনাতীত ছিল অনুরাগীদের কাছে। কারণ তারকা জানিয়েছেন, তিনি তাঁর ডান চোখ দিয়ে কিছুই দেখতে পান না। অন্ধত্বের সঙ্গে লড়াই করছেন বহু দিন ধরে। তা ছাড়া তাঁর কিডনি এতই জীর্ণ ছিল যে প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের অবস্থা যে এত শোচনীয়, তা বোঝা যায় না বাইরে থেকে।

Bahubali Actor Rana Daggubati lost vision in one eye, had to transplant kidney

এমন শারীরিক অবস্থায় অভিনয় করতে অসুবিধা তো হয় বটেই, কিন্তু নিজের সঙ্গে লড়াই করতে শিখেছেন রানা। ছবি: সংগৃহীত।

রানা বিষয়টি নিয়ে কৌতুক করতে পছন্দ করেন। এ ভাবে সমস্যাগুলির সঙ্গে বোঝাপড়া করেন তিনি। রানার কথায়, ‘‘যত সময় যাচ্ছে, আমার চোখের বিষয়টি ততই হাস্যকর হয়ে উঠছে। একটি চোখ দিয়ে কিছুই দেখতে পাই না আমি। মারপিটের দৃশ্যে অভিনয় করার সময়ে আরও মজাদার হয়ে ওঠে। চোখ, কিডনি, অনেক কিছুই প্রতিস্থাপন হয়েছে আমার।’’ আমেরিকার মায়ো ক্লিনিকে গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। সেখানে কর্নিয়া প্রতিস্থাপন হয় রানার। কিন্তু সেখানে অভিজ্ঞতা ভাল ছিল না তাঁর।

এমন শারীরিক অবস্থায় অভিনয় করতে অসুবিধা তো হয় বটেই, কিন্তু নিজের সঙ্গে লড়াই করতে শিখেছেন রানা। তাই জন্য রানাকে দেখে কিছুই বোঝার জো থাকে না। তবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে মানসিক অবসাদের মোকাবিলা করেন তিনি। মানুষের দয়া বা সহানুভূতির থেকে দূরে থাকতেই পছন্দ করেন রানা। তাই শুট না থাকলেই মানুষের ভিড়ের বাইরে গিয়ে সময় কাটান।

কঠিন রোগের সঙ্গে ক্রমাগত লড়াই করত করতে মানসিক অবসাদে ভুগতে পারেন অনেকে। কিন্তু রানাকে দেখে শিখতে হয়, কী ভাবে কাজ এবং ভ্রমণের মাধ্যমে অবসাদ কাটিয়ে বেরোনো যায়।

Rana Daggubati South Indian Actor Health Condition Kidney Disease Kidney Transplant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy