কোভিড পরিস্থিতি যত উদ্বেগজনক হয়ে উঠছে ততই চাপ বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থার উপর। যেহেতু বিভিন্ন আনুষাঙ্গিক অসুস্থতা বা কো-মর্বিডিটি থাকলে এই রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তাই এই সময়ে অন্যান্য রোগের চিকিৎসা নিয়ে কিছুটা সঙ্কোচবোধ করেন রোগীদের একাংশ। কোভিডের বাড়বাড়ন্তের মধ্যে যাঁদের হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে তারা আদৌ অস্ত্রোপচারের দিকে যেতে পারেন কি না তা নিয়ে জনমানসে রয়েছে ধন্দ।