Advertisement
২০ এপ্রিল ২০২৪
arthritis

Rheumatoid arthritis: আর্থরাইটিসের ব্যথা থেকেই বিকল হতে পারে হৃদ্‌যন্ত্র! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে

আর্থরাইটিস মানেই কেবল শরীরের বিভিন্ন অঙ্গে যন্ত্রণা নয়। রিউমাটয়েড আর্থরাইটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

আর্থরাইটিস মানেই কেবল শরীরে বিভিন্ন অঙ্গে যন্ত্রণা নয়।

আর্থরাইটিস মানেই কেবল শরীরে বিভিন্ন অঙ্গে যন্ত্রণা নয়। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ০৮:১৬
Share: Save:

আর্থরাইটিস বা বাত অস্থিসন্ধির একটি গুরুতর সমস্যা। এই রোগে দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে তীব্র যন্ত্রণা হয়, দেখা যায় ফুলে ওঠা ও জড়তার মতো সমস্যাও। অনেকেই ভাবেন বয়স বাড়লে বুঝি এই সমস্যা দেখা দেয়। কিন্তু যে কোনও বয়সেই শরীরে হানা দিতে পারে এই রোগ। তবে আর্থরাইটিস মানেই কেবল শরীরে বিভিন্ন অঙ্গে যন্ত্রণা নয়। রিউমাটয়েড আর্থরাইটিসের জেরে হাড়ে ব্যথার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে।

রিউমাটয়েড আর্থরাইটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শরীরে এই রোগ বাসা বাঁধলে প্রাথমিক পর্যায় হাড়ে প্রদাহ ও ব্যথা বাড়ে। হাত, কব্জি, পায়ে যন্ত্রণা হতে থাকে। তবে রোগের প্রকোপ বাড়লে চোখ, ত্বক, ফুসফুস, হৃদ্‌যন্ত্র, স্নায়ুতন্ত্র, কিডনি ও রক্তনালীতে সমস্যা দেখা যায়। এই অসুখ রাতারাতি কমিয়ে ফেলা যায় না। কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে সমস্যা। এই রোগের উপসর্গগুলি জানেন?

১) অতিরিক্ত ক্লান্তি মানেই ঘুম কম হচ্ছে এমনটা নয়। এই লক্ষণ বিভিন্ন অসুখেরও ইঙ্গিত দেয়। তার মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থরাইটিসও।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২) গায়ে-হাত-পায়ে ব্যথা, জ্বর, খাওয়াদাওয়ার ইচ্ছে চলে যাওয়া মানেই করোনার লক্ষণ নয়। মাঝেমাঝেই বিনা কারণে জ্বর এলে, বা ভিতরে জ্বর-জ্বর ভাব থাকলে সতর্ক থাকুন। রিউমাটয়েড আর্থরাইটিসের কারণেও জ্বর আসতে পারে।

৩) হাত-পা অবশ হয়ে যাওয়াও এই রোগের অন্যতম লক্ষণ। হাত এবং পায়ের জোরও কমে যেতে পারে এর জেরে।

৪) হাত-পায়ে টানা ব্যথা লেগেই থাকে? রিউমাটয়েড আর্থরাইটিস মানেই যে প্রচণ্ড ব্যথা হবে, এমন নয়। অনেক সময়েই এই অসুখ শুরু হয় কম ব্যথা দিয়েই। ফলে শুরুতেই সচেতন হওয়া জরুরি।

৫) চোখ লাল হয়ে যাচ্ছে মানেই ভাইরাসের বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয়েছে, এমন নয়। রিউমাটয়েড আর্থরাইটিসও হতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

arthritis Pain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE