Advertisement
E-Paper

সুচ ছাড়াই হবে রক্ত পরীক্ষা? এক ফোঁটাও রক্ত বেরোবে না, দেশে প্রথম এল নতুন প্রযুক্তি

রক্ত পরীক্ষা হবে, অথচ রক্ত নেওয়াই হবে না। দেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে নতুন প্রযুক্তি নিয়ে আসা হল। হায়দরাবাদের এক হাসপাতালে এই পদ্ধতিতে চলছে রক্ত পরীক্ষা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৭:৫৫
First time in India AI Blood Test technique launched with does not need any needles

রক্ত পরীক্ষা হবে, অথচ এক ফোঁটাও রক্ত নেওয়া হবে না। ছবি: ফ্রিপিক।

রক্ত পরীক্ষা হবে, অথচ শরীর থেকে এক ফোঁটাও নেওয়া হবে না। শুনতে অবাক লাগলেও সত্যি। রক্ত পরীক্ষার এমন অভিনব পদ্ধতি এল দেশে। হায়দরাবাদের একটি হাসপাতালে এই পদ্ধতিতে রক্ত পরীক্ষা চলছে। খুব তাড়াতাড়ি তা দেশের অন্যত্রও চলে আসবে বলে শোনা যাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে রক্ত পরীক্ষার আধুনিক পদ্ধতি নিয়ে আসা হয়েছে। এর নাম ‘ফোটোপ্লেথিসমোগ্রাফি’ (পিপিজি)। আদতে এটি ‘ফেস স্ক্রিনিং টেকনোলজি’, যা মুখের স্ক্যান করেই অসুখবিসুখ ধরতে পারবে। পিপিজি-তে একটি যন্ত্রের সামনে বসতে হবে। সেটি ২০ থেকে ৬০ সেকেন্ড ধরে মুখের স্ক্যান করবে। স্ক্যানের পদ্ধতি মোবাইল বা কোনও ডিভাইস দিয়েও হবে। যন্ত্রটির সঙ্গে একটি অ্যাপের সংযোগ থাকবে। সেখানে পরীক্ষার ফলাফল দেখতে পাওয়া যাবে।

পিপিজি কোন কোন রোগের তথ্য দেবে?

কুইক ভাইটাল নামে একটি সংস্থা রক্ত পরীক্ষার এই নতুন পদ্ধতি নিয়ে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প অম্রুত স্বাস্থ্য ভারতের তরফ থেকে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি স্ক্রিনিং পদ্ধতি নিয়ে আসা হয়েছে, যা শরীরের স্ক্যান করেই বিভিন্ন রোগ সম্পর্কে তথ্য দিতে পারবে। স্ক্যান করার সময়ে শরীরের কোন অংশে আলোর প্রতিফলন কেমন হচ্ছে, তা নির্ধারণ করার জন্য একটি সেন্সর থাকবে। সেটিই গ্রাফ বা ডেটার আকারে তথ্য দেবে।

হার্টের রোগ রয়েছে কি না, তা ধরা পড়তে পারে স্ক্যানে।

রক্তচাপ পরিমাপ করা যাবে।

শরীরে অক্সিজেনের মাত্রা কতটা, তার তথ্য পাওয়া যাবে।

হার্ট রেট বা হৃদ্‌স্পন্দনের হার পরিমাপ করতে পারবে।

শ্বাস-প্রশ্বাসের হার পরিমাপ করে ফুসফুসে কোনও রোগ রয়েছে কি না, সে তথ্য দেবে।

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা নিয়েও তথ্য দেবে।

মানসিক চাপ বা উদ্বেগ রয়েছে কি না, সে তথ্যও পাওয়া যাবে।

সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কার্যকারিতা সম্পর্কেও তথ্য দেবে।

চিকিৎসকেরা জানাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুদের ক্ষেত্রে রোগ নির্ণয়ে বড় ভূমিকা নিতে পারে এই প্রযুক্তি। এই পদ্ধতি নিরাপদ, এতে সংক্রমণের ভয় নেই। কাজেই কোনও জটিল রোগের চিকিৎসা চলার সময়ে রক্তচাপ, হৃদ্‌স্পন্দনের হার বা নাড়ির গতি জানতেও এই এআই নির্ভর স্ক্রিনিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

Blood Test Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy