যত সাজগোজই করুন না কেন, সুন্দর হাসির বিকল্প হয় না। এ দিকে, দাঁত সুন্দর না হলে হাসিও সুন্দর দেখায় না। তাই ত্বক, চুলের যত্ন নেওয়ার চিন্তা যেমন বেড়েছে, তেমনই দিন দিন বাড়ছে দাঁত ভাল রাখার চেষ্টা।
আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন দাঁত সম্পর্কে সচেতন হয়েছেন।
কিন্তু দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে যা সবচেয়ে সঙ্কটে ফেলে, তা হল পছন্দের কিছু খাবার। কখন কোন খাবার যে বাড়বে বিপদ, তা যে সব সময়ে জানা থাকে না। হয়তো মনের আনন্দে রোজ একটি খাবার খাচ্ছেন। আর হাজার যত্নের চেষ্টা সত্ত্বেও শুধু সেটুকু কারণেই হয়ে যাচ্ছে দাঁতের ক্ষতি।