বাঙালির হেঁশেল ভাত ছাড়া অসম্পূর্ণ। গরমে ঘামতে ঘামতে হোক কিংবা কনকনে শীতের দুপুর— বাঙালির ভাত ছাড়া চলে না। ধোঁয়া ওঠা এক থালা ভাত শুধু পেট ভরায় না, মন ও প্রাণেরও আরাম দেয়। ভাত না খেলে মনে হয় কিছুই যেন খাওয়া হয়নি।
কিন্তু এই প্রসঙ্গে সাম্প্রতিক কালের একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গবেষকরা জানাচ্ছেন, রোজ ভাত খাওয়ার অভ্যাস বাড়াতে পারে স্বাস্থ্যের ঝুঁকি। কারণ চালে রয়েছে প্রচুর পরিমাণে ক্ষতিকর আর্সেনিক। যা নিয়মিত শরীরে গেলে ক্ষতির আশঙ্কা থাকে।