Advertisement
E-Paper

মদ্যপান করলে কোন কোন ওষুধ খাবেন না? অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধ মিশলে বিষক্রিয়া হতে পারে

মদ্যপান করতে করতে কয়েকটি ওষুধ খেলে বিপদ ঘনাতে পারে যখন তখন। অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধের মিলমিশ একেবারেই নেই। দুইয়ের বিরোধ শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:০৪
Here are seven types of medicines that must never consumed with Alcohol

মদ্যপানের সময়ে বা পরে কী কী ওষুধ খেলেই বিপদ? ছবি: ফ্রিপিক।

রাত জেগে পার্টি করছেন। মদ্যপান করতে করতেই খেয়াল হল, রাতের ওষুধ খাওয়াই হয়নি। মদ্যপান করার মাঝেই তা খেয়ে ফেললেন। আর তার পরেই শুরু হল সমস্যা। মদ্যপান করতে করতে সেই সব ওষুধ খেলে বিপদ ঘনাতে পারে যখন তখন। অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধের মিলমিশ একেবারেই নেই। দুইয়ের বিরোধ শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কোন কোন ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না, তা জেনে রাখা ভাল।

এমন কিছু ওষুধ আছে যার সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। হয় ওষুধগুলির গুণমান কমে যাবে, না হলে নতুন কিছু উপাদান তৈরি হবে যা শরীরের জন্য বিষ।

অ্যালকোহলের সঙ্গে কোন কোন ওষুধ বিপজ্জনক

ব্যথানাশক ওষুধ

কোডিন, অক্সিকোডন, মরফিন, ফেন্টানিল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না। তা ছাড়া ওপিয়ডস জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে। মদের সঙ্গে এমন ওষুধ খেলে শ্বাসকষ্ট বেড়ে যাবে, হার্ট অ্যাটাকও হতে পারে। আবার অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশলে পেট ব্যথা, আলসারের সমস্যা হতে পারে।

অ্যান্টিডিপ্রেসান্ট ওষুধ

অবসাদ বা অতিরিক্ত উদ্বেগ কমাতে যে ধরনের ওষুধ খাওয়া হয়, তা অ্যালকোহলের সঙ্গে মিশলে বিষক্রিয়া হতে পারে। মদ্যপানের সময়ে বা পরে এই জাতীয় ওষুধ খেলে স্নায়ুতন্ত্রের উপর চাপ বাড়বে। এতে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন বা কোমায় চলে যেতে পারেন।

অ্যান্টিবায়োটিক

কোনও রকম অ্যান্টিবায়োটিকই অ্যালকোহলের সঙ্গে চলে না। মদ্যপান করার পরে যদি অ্যান্টিবায়োটিক খান, তা হলে লিভারের চরম ক্ষতি হবে। যদি আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ় চলে, তা হলে সেই সময়টা মদ্যপান করা যাবে না। কারণ, অ্যালকোহল ও অ্যান্টিবায়োটিক মিলে গেলে মাথা যন্ত্রণা, বমি শুরু হবে। হার্টের সমস্যাও দেখা দিতে পারে।

রক্ত পাতলা হওয়ার ওষুধ

হার্টের রোগীদের এমন ওষুধ দেওয়া হয় অনেক সময়েই। যাঁরা নিয়মিত রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, তাঁদের মদ্যপান না করাই ভাল। কারণ ওই সব ওষুধের উপাদান অ্যালকোহলের সঙ্গে মিশলে রক্ত জমাট বাঁধার প্রবণতা দেখা দিতে পারে। রোগীর সমস্যা আরও বাড়বে।

ডায়াবিটিসের ওষুধ

ডায়াবিটিসের ওষুধ খান? ইনসুলিন ইঞ্জেকশনও নেন? তা হলে মদ্যপান আপনার জন্য ক্ষতিকর। ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে অ্যালকোহল। এতে রক্তে শর্করা হঠাৎ করে নেমে যেতে পারে।

উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমানোর ওষুধ

হাইপারটেনশন থাকলে রক্তচাপ কমানোর ওষুধ নিয়মিত খেতেই হয়। আবার যাঁদের কোলেস্টেরল বেড়েছে, তাঁদেরও নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়। এই সব ওষুধ চলাকালীন মদ্যপান করলে, রক্তচাপ আচমকা নেমে যেতে পারে। হাইপোটেনশন দেখা দিতে পারে, যে কারণে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। আবার কোলেস্টেরলের ওষুধের সঙ্গে অ্যালকোহল মিশলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সিরোসিসের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।

ঘুমের ওষুধ

জ়োলপিডেম, এসজোপিক্লোনের মতো ঘুমের ওষুধ খেলে মদ্যপান একেবারেই করবেন না। আকণ্ঠ মদ খেয়ে তার পর এই জাতীয় ঘুমের ওষুধ খেলে স্মৃতিশক্তি লোপ পাবে, কোমায় চলে যাওয়ার ঝুঁকি বাড়বে।

Alcohol Fatty Liver Problem acidity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy