গরম পড়েছে। গ্রীষ্মের এই মরসুমে বাজারে মেলে নানা ধরনের ফল। তার মধ্যে অন্যতম ফলের রাজা আম। বছরের এই সময়টিতে আমের নেশায় মজে বাঙালি। সাধারণত খোসা ছাড়িয়ে আম খাওয়ার পর আমের আঁটি ফেলে দেওয়া হয়। নতুন গাছের চারা বানানো ছাড়া আমের আঁটির যে একটা কাজ থাকেন বলেই ধারণা অধিকাংশের।
আমে যেমন রয়েছে ভরপুর পুষ্টিগুণ তেমন আমের আঁটিও সমান ভাবে স্বাস্থ্যকর। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, ফলেটের মতো উপকারী উপাদান। আমের আঁটিতে রয়েছে ম্যাঞ্জিফেরিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মারণরোগ ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আমের আঁটির গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। ফলে ডায়াবিটিসে আক্রান্তরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন আমের আঁটি।