করোনার সাম্প্রতিক স্ফীতিতে দেশ ও রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি স্ফীতিতে আক্রান্তদের অধিকাংশেরই মৃদু উপসর্গ। কোভিড থেকে সেরে ওঠার পরেও শারীরিক সমস্যাগুলি দীর্ঘমেয়াদী হচ্ছে। বিশেষজ্ঞরা একে ‘লং কোভিড’বলে চিহ্নিত করেছেন।
‘ইউনিভার্সিটি অব ওয়েস্ট স্কটল্যান্ড’-এর গবেষকদের করা একটি গবেষণায় উঠে এসেছে যে, কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা যাচ্ছে এবং সেগুলি দীর্ঘমেয়াদীও হচ্ছে।কোভিড এবং লং কোভিডের উপসর্গের মধ্যে সাদৃশ্য থাকায় অনেকেই দু’টিকে গুলিয়ে ফেলছেন। ফলে বাড়ছে জটিলতা। রইল লং কোভিডের প্রাথমিক উপসর্গগুলি।