দীপাবলির আগে হাতে আর মাত্র কয়েক দিন। বাজার-দোকান সেই মতো সেজে উঠেছে। কালীপুজোর সময়ে আলাদা করে অনেকেই অন্দরসজ্জারপরিকল্পনা করেন। রংবেরঙের আলোর পাশাপাশি থাকে রকমারি মোমবাতি।
আরও পড়ুন:
ইদানীং দীপাবলির আগে সুগন্ধি মোমবাতিতে বাজার ছেয়ে যায়। এই ধরনের মোমবাতি জ্বালালে ঘরের মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়ে। আপাতদৃষ্টিতে মনোমুগ্ধকর মনে হলেও, এই মোমবাতি কিন্তু অসুস্থতার কারণ হতে পারে। চিকিৎসকদের একাংশ এই ধরনের মোমবাতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
কারণ কী
বাজারে চলতি সুগন্ধী মোমবাতিতে একাধিক রাসায়নিক ব্যবহৃত হয়। তা ছাড়া থাকে থ্যালেট নামক এক প্রকারের অ্যাসিড। এই ধরনের অ্যাসিড থেকে পেটের নানা ধরনের সমস্যা হতে পারে। মোমবাতি জ্বালানোর পর বাতাসের সংস্পর্শে এসে সুগন্ধীর আকারে তা দেহে প্রবেশ করে।
সুরভিত মোমবাতি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ছবি: ফ্রিপিক।
কী কী সমস্যা
১) অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে থ্যালেট ক্ষতিকারক হতে পারে। গর্ভস্থ ভ্রুণ এবং মায়ের স্বাস্থ্যের পক্ষে এই ধরনের মোমবাতি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
২) এই ধরনের রাসায়নিক দেহে প্রবেশ করলে অল্পবয়সিদের সমস্যা হতে পারে। দীর্ঘকালীন পরিস্থিতিতে তাদের বয়ঃসন্ধি সময়ের আগেই উপস্থিত হতে পারে। একই সঙ্গে দেহে হরমোনের তারতম্যও ঘটতে পারে।
৩) থ্যালেট অ্যাসিডের সংস্পর্শে থাকলে দেহে ইনসুলিনের কার্যকারিতা হ্রাস পেতে পারে। তার ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘকালীন পরিস্থিতিতে স্থূলত্বের সমস্যাও দেখা দিতে পারে।
৪) থ্যালেট অ্যাসিড থেকে অনেক সময়ে প্রজনন ক্ষমতার উপর প্রভাব পড়তে পারে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কমে যেতে বা মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুর আবরণ দুর্বল হতে পারে।