Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Dental Care

Dental Health: ৩ উপায়: ঘরে বসেই সাদা হবে হলদে দাঁত

দাঁতের যত্ন নেওয়া মানেই কি মাসে মাসে ছুটতে হবে দন্তচিকিৎসকের কাছে? তা কিন্তু নয়। বরং দাঁতের দাগ-ছোপ দূরে রাখা যায় ঘরোয়া কিছু অভ্যাসেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১৫:৫৮
Share: Save:

রূপচর্চার সময়ে ত্বকের যত্ন নেওয়া হয়। চুলের দিকেও পড়ে নজর। শরীরচর্চার সময়েও নানা দিক ভাবা হয়। ওজন থেকে শুরু করে আরও কত কী! কিন্তু কোথাও যেন অবহেলায় পড়ে থাকে দাঁত। অথচ সুন্দর হা়সি ছাড়া রূপ খোলে না। আর ত্বক যতই জেল্লাদার হোক, দাঁতে ছোপ-দাগ থাকলে সে হাসি কখনওই উজ্জ্বল হয় না। ফলে আলাদা করে দাঁতের যত্ন নেওয়া অতি জরুরি।

দাঁতের যত্ন নেওয়া মানেই কি মাসে মাসে ছুটতে হবে দন্তচিকিৎসকের কাছে? তা কিন্তু নয়। বরং দাঁতের দাগ-ছোপ দূরে রাখা যায় ঘরোয়া কিছু অভ্যাসেই। তেমনই কয়েকটি টোটকা জেনে রাখুন, যাতে দাঁতের দাগ গায়েব হয় সহজে।

হলদে দাঁত ধবধবে করে তোলার তিন ঘরোয়া টোটকা

১) তেল: তেলে চুল তাজা! এমনই মনে করেন সকলে। কিন্তু দাঁতের যত্নেও দিব্যি কাজে লাগে তেল। সর্ষের তেল হোক বা নারকেল তেল সামান্য পরিমাণে মুখে নিয়ে কুলকুচি করুন। এমন ভাবে করবেন, যাতে দাঁতের খাঁজে খাঁজে পৌঁছয় তেল। মিনিট ১৫ এ ভাবে কুলকুচি করে তেল ফেলে দিন। রোজ এই পদ্ধতিতে যত্ন নিলে দাঁত ঝকঝকে হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২) বেকিং সোডা: রাতে বেকিং সোডা দিয়ে দাঁত মেজে নিতে পারেন। ঘুমের সময়ে সাধারণত মুখের ভিতর ব্যাক্টেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। বেকিং সোডা ক্ষতিকর কিছু ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়তে সক্ষম। ফলে দাঁত ভাল থাকে। দাগ-ছোপ কম পড়ে। রোজ রাতে এক চামপ জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। তার পর তা দিয়ে দাঁত মাজুন।

৩) ফল-সব্জি: কচি ফল বা সব্জি চিবিয়ে খাওয়াও দাঁতের স্বাস্থ্যের জন্য ভাল। এতে দাঁতের শক্তি বাড়ে। সঙ্গে দাগ-ছোপও কম পড়ে। বিশেষ করে স্ট্রবেরি এবং আনারস খেতে পারেন। তাতে এমন কিছু উপাদান থাকে যা দাঁতে তৈরি হওয়া ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dental Care oral health White Teeth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE