রূপচর্চার সময়ে ত্বকের যত্ন নেওয়া হয়। চুলের দিকেও পড়ে নজর। শরীরচর্চার সময়েও নানা দিক ভাবা হয়। ওজন থেকে শুরু করে আরও কত কী! কিন্তু কোথাও যেন অবহেলায় পড়ে থাকে দাঁত। অথচ সুন্দর হা়সি ছাড়া রূপ খোলে না। আর ত্বক যতই জেল্লাদার হোক, দাঁতে ছোপ-দাগ থাকলে সে হাসি কখনওই উজ্জ্বল হয় না। ফলে আলাদা করে দাঁতের যত্ন নেওয়া অতি জরুরি।
দাঁতের যত্ন নেওয়া মানেই কি মাসে মাসে ছুটতে হবে দন্তচিকিৎসকের কাছে? তা কিন্তু নয়। বরং দাঁতের দাগ-ছোপ দূরে রাখা যায় ঘরোয়া কিছু অভ্যাসেই। তেমনই কয়েকটি টোটকা জেনে রাখুন, যাতে দাঁতের দাগ গায়েব হয় সহজে।
হলদে দাঁত ধবধবে করে তোলার তিন ঘরোয়া টোটকা