Advertisement
০২ মে ২০২৪
Side-effects of Perfume

গন্ধ বেশি ক্ষণ ধরে রাখতে ত্বকে সরাসরি সুগন্ধি লাগান? বিপদ ডেকে আনছেন না তো?

সুগন্ধি ব্যবহার করার সময়ে আপনার কোনও ভুল-ভ্রান্তি হচ্ছে কি না, সেটাও জানা জরুরি! কেবল গন্ধ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখার ক্ষেত্রেই নয়, ডিয়ো কিংবা পারফিউমের ভুল ব্যবহার কিন্তু শরীরের উপরেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সুগন্ধি ব্যবহারের ভুলত্রুটি।

সুগন্ধি ব্যবহারের ভুলত্রুটি। ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ২১:২৯
Share: Save:

শখ করে দোকান থেকে দামি একটি সুগন্ধি কিনে আনলেন। সেজেগুজে সুগন্ধি লাগিয়ে হয়তো বিশেষ মানুষের সঙ্গে ডেটে বেরোলেন। গন্তব্যে পৌঁছনোর আগেই গন্ধ গেল মিলিয়ে। তাতে মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা। নামী-দামি সংস্থার সুগন্ধির ক্ষেত্রেও একই হাল! তবে এটি ব্যবহার করার সময়ে আপনার কোনও ভুল-ভ্রান্তি হচ্ছে কি না, সেটাও জানা জরুরি। কেবল গন্ধ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখার ক্ষেত্রেই নয়, ডিয়োডোরেন্ট কিংবা পারফিউমের ভুল ব্যবহার শরীরের উপরেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

অনেকেই সরাসরি ত্বকে সুগন্ধি লাগান। এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয়। পারফিউম বা ডিয়োতে মূলত থাকে সুগন্ধি তেল এবং অ্যালকোহলের মিশ্রণ। বেশ কিছু সুগন্ধিতে নানা প্রকার রাসায়নিকও থাকে। এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হবে পারে। এই সব রাসায়নিক ত্বকে সংক্রমণ ঘটাতে পারে। অ্যালার্জির আশঙ্কাও থেকে যায়।

ডিয়োতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

ডিয়োতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে। ছবি: শাটারস্টক

ত্বকে ডিয়োডোর‌েন্ট সরাসরি ব্যবহার করলে কী কী হতে পারে?

১) ডিয়োডোর‌েন্টে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। কখনও কখনও ডিয়োতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

২) এই অভ্যাসের ফলে ত্বকে ঘা হতে পারে। ত্বকের যেই জায়গায় ডিয়োডোর‌েন্ট ব্যবহার করছেন, সেখানে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া জন্মাতে পারে। এগুলিতে উপস্থিত কিছু রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সুগন্ধিতে ব্যবহৃত অনেক রাসায়নিক ত্বকে ক্যানসারের আশঙ্কাও বাড়ে। তাই যে কোনও সুগন্ধি ব্যবহারের আগে তাঁর উপকরণগুলি একটু যাচাই করে নেওয়াই শ্রেয়।

চেষ্টা করুন জামাকাপড়ে ডিয়ো ব্যবহার করার। যদি একান্তই ত্বকে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে এটি সরাসরি ত্বকে প্রয়োগের আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। তার উপরে ডিয়ো লাগান।

৩) অনেক সুগন্ধিতে প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোল নামক যৌগ থাকে। এই সব যৌগ বেশি মাত্রায় শরীরে গেলে শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে। অনেকের আবার এর থেকে অ্যালার্জিও হতে পারে। তাই সাবধান!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Perfume Health Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE