অফিসের টিফিনে হোক বা সকালের জলখাবারে-- অনেকেরই প্রথম পছন্দ দোসা। বিশেষ করে গরমে স্বাস্থ্যকর জলখাবার হিসাবে অনেকেই বেছে নেন দক্ষিণী এই পদ। বিভিন্ন প্রকার সব্জি দিয়ে তৈরি দোসা স্বাস্থ্যকর তো বটেই, সুস্বাদুও। পুষ্টিবিদরা বলছেন, শরীর ভাল রাখার পাশাপাশি ওজন কমাতেও নাকি দারুণ কার্যকরী এই খাবার। তার জন্য দোসার তৈরি প্রণালীতে আনতে হবে বদল।
ওজন কমাতে কী ভাবে বানাবেন দোসা?
উপকরণ