গরমে বাঙালির একমাত্র পছন্দের খাবার বিভিন্ন ধরনের পানীয় আর শরবত। বাইরের চড়া রোদ থেকে ঘুরে এসে গলা ভেজাতেই হোক বা বাড়িতে হঠাৎ এসে পড়া অতিথিদের মন জয় করতেই হোক— শরবতের জুড়ি মেলা ভার। গরমে বিভিন্ন ধরনের মরসুমি ফলও বাজারে পাওয়া যায়। আম, লিচু, জামরুল, তরমুজ,শশার মতো জল জাতীয় ফল গ্রীষ্মে স্বাদ ও স্বাস্থ্যের যত্ন নেয়। ঘরোয়া উপায়ে মরসুমি ফল দিয়ে তৈরি বিভিন্ন শরবত গরম থেকে স্বস্তি দেওয়ায় পাশাপাশি শরীর সুস্থ রাখতেও আর কী ভাবে সাহায্য করে?
রক্ত সঞ্চালনে সাহায্য করে
বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি করা শরবতে আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি৬-এর মতো পুষ্টিকর উপাদান থাকে। শরবত রক্ত সঞ্চালন ভাল রাখে। ম্যাঙ্গানিজ থাকায় রক্তচাপ কম রাখতেও সহায়তা করা শরবত।