ঋতুস্রাবের সময়টি সব মেয়ের কাছেই বেশ যন্ত্রণাদায়ক। ঋতুস্রাব শুরুর পূর্বাভাস হিসাবে পেটে ব্যথা, ক্লান্তি, দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। ঋতুস্রাব চলাকালীন এই সমস্যাগুলি আরও বাড়ে।
বর্তমানে অনেক মহিলাই ঘর এবং বাইরে, দু’দিক সমান হাতে সামলান। ঋতুস্রাবের এই দিনগুলিতে তাঁদের বাড়তি সমস্যা হয়। এই সময়ে পেট ব্যথার উপশমে গরম জলের ব্যাগ বেশ আরামদায়ক হয়। অনেকেই তা ব্যবহার করেও থাকেন। কিন্তু বাড়িতে থাকলে এটি ব্যবহার করা যতটা সহজ, বাইরে গেলে ততটাও নয়।