Advertisement
০২ মে ২০২৪
Side-effects of Heels

রোজ হিল জুতো পরেই অফিসে যাওয়ার অভ্যাস? অজান্তেই কোন রোগ ডেকে আনছেন শরীরে?

হিল দেওয়া জুতোয় সাজ যতই সুন্দর হোক, তা পরে হাঁটতে কষ্টই হয়। মাঝেসাঝে হিল পরলে ক্ষতি নেই তবে হিল পরা মোটেই স্বাস্থ্যকর নয়। জেনে নিন রোজ হিল পরলে কী কী ক্ষতি হতে পারে।

রোজ রোজ হিল পরবেন না কেন?

রোজ রোজ হিল পরবেন না কেন? ছবি: শাটারস্টক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪১
Share: Save:

পুজোর কেনাকাটা হবে আর নতুন জুতো হবে না তাই আবার হয় নাকি! হরেক রকম পোশাকের সঙ্গে মানানসই নানা কায়দার জুতো পরে পুজোয় ভিড়ের মাঝেও নজর কাড়া যায়। অনেকেই আবার হিল দেওয়া জুতো পরতেই বেশি স্বচ্ছন্দ। তাই ইতিমধ্যে হিল দেওয়া জুতো কেনাও হয়ে গিয়েছে অনেকের। কিন্তু হিল দেওয়া জুতোয় সাজ যতই সুন্দর হোক, তা পরে হাঁটতে কষ্টই হয়। মাঝেসাঝে হিল পরলে ক্ষতি নেই তবে হিল পরা মোটেই স্বাস্থ্যকর নয়। জেনে নিন রোজ হিল পরলে কী কী ক্ষতি হতে পারে।

১) হিল পরলে গোটা শরীরের ওজন গিয়ে পড়ে গোড়ালির উপর। ফলে পায়ের গোড়ালিতে অনেকটা চাপ পড়ে। এর ফলে গোড়ালির হাড়ের ক্ষয় শুরু হয়। হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

২) হিল পরলে টানা অনেক ক্ষণ পায়ের একটি অংশ উঁচু হয়ে থাকে। ফলে তাতে পিঠেও অনেকটা চাপ পড়ে। তার জেরে পিঠে ব্যথার মতো সমস্যাও তৈরি হয়।

৩) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত হিল পরলে আর্থারাইটিসের ঝুঁকিও বেড়ে যায়। অল্প বয়সে বাতের সমস্যা শুরু হওয়ার অন্যতম কারণ হল রোজ হিল পরার অভ্যাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heel Shoes Fashion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE