Advertisement
২৩ এপ্রিল ২০২৪
reading habit

Reading Habit: শুয়ে শুয়ে বই পড়া অভ্যাস? কী হতে পারে এর ফলে

বই বেশি কাছে চলে এলে চোখ নামিয়ে তা পড়তে হয়। তাতে চোখের উপর চাপ আরও বাড়ে।

বই বেশি কাছে চলে এলে চোখ নামিয়ে তা পড়তে হয়। তাতে চোখের উপর চাপ আরও বাড়ে।

বই বেশি কাছে চলে এলে চোখ নামিয়ে তা পড়তে হয়। তাতে চোখের উপর চাপ আরও বাড়ে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৯:২০
Share: Save:

বিছানায় কিংবা সোফায় শুয়ে বই পড়ার অভ্যাস অনেকেরই রয়েছে। রাতে বা দিনের কাজের ফাঁকে কিছুটা আরাম হয় এ ভাবে বই পড়লে। কেউ আবার আরাম কেদারায় গা এলিয়ে ঘণ্টার পর ঘণ্টা খবরের কাগজ পড়ন। কিন্তু সমস্যা একটাই, চোখের সঙ্গে বইয়ের দূরত্ব এ ক্ষেত্রে সব সময়ে সমান থাকে না। নানা কারণে ধীরে ধীরে কমতে থাকে। আর সেখানেই ঘটতে পারে বিপদ।

বিশেষজ্ঞেরা বলেন, বইয়ের সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব বজায় না রাখালে চোখে নানা ধরনের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞেরা বলেন, বইয়ের সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব বজায় না রাখালে চোখে নানা ধরনের সমস্যা হতে পারে। প্রতীকী ছবি।

আমরা যখন বই পড়ি, তখন চোখের থেকে ১৫ ইঞ্চি দূরে রেখে পড়ি। তা চোখের জন্য আরামদায়ক। সেই দূরত্ব কমতে থাকলে চোখের উপর চাপ পড়ে। বই বেশি কাছে চলে এলে চোখ নামিয়ে তা পড়তে হয়। তাতে চোখের উপর চাপ আরও বাড়ে। বিশেষজ্ঞেরা বলেন, বইয়ের সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব বজায় না রাখালে চোখে নানা ধরনের সমস্যা হতে পারে।

কী কী সমস্যা হতে পারে?

১) চোখে দিনের পর দিন অতিরিক্ত চাপ পড়লে, দৃষ্টি ঝাপসা হতে পারে।

২) চোখের কিছু অংশে কমে যেতে পারে রক্ত চলাচল।

৩) শিশুরা এ ভাবে বই পড়লে অল্প বয়সেই চোখের পাওয়ার বাড়তে পারে।

৪) চোখের অশ্রুগ্রন্থি শুকিয়ে যেতে পারে। তার ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

৫) অস্থিরতা ও উদ্বেগ বাড়তে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

reading habit Eye Problems
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE