Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Winter

Cold and Cough: ধুলো থেকে বাঁচতে কি করোনার মাস্কই পরবেন? না কি অন্য কোনও মাস্ক

শুধু করোনার সংক্রমণ নয়, সর্দি-কাশি থেকে বাঁচতেও রোজকার জীবনেও মাস্কের ব্যবহার বজায় রাখুন।

কাপড়ের মাস্ক ধুলোবালি আটকাতে সক্ষম।

কাপড়ের মাস্ক ধুলোবালি আটকাতে সক্ষম। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ২০:২১
Share: Save:

বঙ্গে শীত ঢুকছে। এ সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ বাড়ে। অনেকে ধুলোর কারণে এই সময়ে সর্দি-কাশিতে বেশি ভোগেন। তার সঙ্গে শুরু হয় গলাব্যথা, হাঁচি, জ্বর। এর থেকে নিজেকে বাঁচাতে প্রয়োজন হয় শক্তিশালী মাস্কের। অতিমারি সংক্রমণ ঠেকাতে আমরা এমনিই বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছি বিগত দু’বছর ধরে। তবে ধুলোবালির হাত থেকে বাঁচতে কাপড়ের মাস্কের ব্যবহার কার্যকরী হবে।

মাস্ক ব্যবহারের সময় অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে—

একই মাস্ক না ধুয়ে   ব্যবহার না করাই ভাল।

একই মাস্ক না ধুয়ে ব্যবহার না করাই ভাল। ছবি: সংগৃহীত

১) মাস্ক পরে বাইরে থেকে ঘুরে আসার পর দ্বিতীয় বার সেই মাস্ক আর ব্যবহার করবেন না।

২) ব্যবহারের আগে মাস্ক কেঁচে পরিষ্কার করে নিয়ে, তার পরে পরা উচিত। নয়তো বাইরের ধুলোবালি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শ্বাসনালীতে চলে যাবে। এতে বিপদের ঝুঁকি বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Winter Cold and Cough Mask
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE