Advertisement
২৫ এপ্রিল ২০২৪

Constipation: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? কোন তিনটি খাবার খেলে মিলবে স্বস্তি

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু রোজকার খাদ্যতালিকার দিকে নজর দিলেই পেতে পারেন স্বস্তি।

ডায়াবিটিস রোগীদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়।

ডায়াবিটিস রোগীদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ২০:৪৫
Share: Save:

ইদানীং অনেকের মধ্যেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। কোষ্ঠকাঠিন্য গ্যাস, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অন্য সমস্যারও জন্ম দেয়। সাধারণত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, হাইপো থাইরয়েড রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায়। তবে রোজকার খাদ্যতালিকায় তিনটি খাবার যদি রাখেন, তা হলে মুক্তি পেতে পারেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে। কী সেগুলি?

কোষ্ঠকাঠিন্য  থেকে মুক্তি পেতে  শরীরকে আর্দ্র রাখা জরুরি।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে শরীরকে আর্দ্র রাখা জরুরি। ছবি: সংগৃহীত

১) ঘি, গুড়

কোষ্ঠকাঠিন্যের মোকাবিলায় দুপুরে খাওয়ার পর ঘি এবং গুড় একসঙ্গে খেতে পারেন। গুড় আয়রনের অন্যতম উৎস। ঘি প্রয়োজনীয় চর্বির একটি সমৃদ্ধ উৎস। ঘি এবং গুড় একসঙ্গে খেলে হজমশক্তি বৃদ্ধি পাবে।

২) তরমুজ

অনেক সময়ে শরীরে জলের পরিমাণ কমে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা ‌দেয়। শরীরকে আর্দ্র রাখতে এমন ফল বেশি খাওয়া উচিত যাতে জলের পরিমাণ বেশি। সে ক্ষেত্রে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়।

৩) তিলের রুটি

তিলে আছে ভিটামিন ই, ফাইবার, এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। যেগুলি হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তিরা তাই রাতের খাবারে তিলের তৈরি রুটি খেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Constipation Watermelon Ghee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE