সামনেই সরস্বতী পুজো। অনেক মা-ই ঠিক করে ফেলেছেন, শিশুকে কী ভাবে সাজাবেন। মেয়ের জন্য হলুদ শাড়ি কিনেছেন কেউ, কেউ আবার খুদেকে পরাবেন বলে সরস্বতীর ছবি আঁকা জামা কিনে ফেলেছেন। শুধু জামা পরালেই তো হল না, সঙ্গে সাজুগুজুও তো করতে হবে। অনেকেই কোনও বিশেষ অনুষ্ঠান উপলক্ষে শিশুকে রীতিমতো মেকআপ করিয়ে সাজিয়ে তোলেন কেবল মাত্র ফোটোশুট করানোর জন্য। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে দেড়-দু’ বছরের শিশুকেও চড়া লিপস্টিক দিয়ে সাজিয়েছেন বাবা-মায়েরা। শিশুদের লিপস্টিক পরানো কিন্তু মোটেও ঠিক কাজ নয়। জেনে নিন, কী কী ক্ষতি হতে পারে খুদের।
১) লিপস্টিকে সিসা, কৃত্রিম রঞ্জক, সুগন্ধি এবং অন্যান্য রাসায়নিক পদার্থ থাকতে পারে, যা পেটে গেলে শিশুর ক্ষতি হতে পারে।
২) শিশুদের ত্বক খুবই কোমল হয়। লিপস্টিকের উপাদানগুলি তাদের ত্বকে ফুস্কুড়ি বা অ্যালার্জির মতো সমস্যা তৈরি করতে পারে।
৩) শিশুরা প্রায়ই তাদের ঠোঁট চাটে। ম্যাট লিপস্টিকের মতো প্রসাধনী ব্যবহার করলে তা শিশুর ত্বকের শুষ্কতাকে আরও বাড়িয়ে তোলে। ফলে শিশুর ঠোঁট ফাটতে শুরু করে।
৪) কিছু লিপ প্রোডাক্টে কর্পূর, মেন্থল বা স্যালিসাইলিক অ্যাসিড থাকে, যা শিশুর সংবেদনশীল ঠোঁটের জন্য মোটেই ভাল নয়। এর থেকে জ্বালা, চুলকানির সমস্যা হতে পারে।