Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩

বাস্তুতে রঙের বার্তা

শ্রী পার্থপ্রতিম আচার্য
জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০০:০৫
Share: Save:

রঙের কল্যাণ বার্তা

রঙ আমাদের মন-মস্তিক্ক কে প্রভাবিত করে। সূর্যের রশ্মিতে সকল রঙের সংমিশ্রন থাকে। সূর্যের রশ্মি থেকে রামধনুর সাতটি রং আমাদের পরিবেশ ও মনকে প্রভাবিত করে । সূর্যের ছত্রছায়ায় নানা বনস্পতি এবং জীব যে রকমভাবে লালিত পালিত হয় সেই রকম ভাবে সবুজ,লাল ও নীল রং মানুষকে সুস্থ,সবল,যশস্বী ও গৌরবাম্বিত তৈরি করে। লাল রং সৌভাগ্যের চিহ্ন আর সবুজ রং ব্যক্ত করে শুভেচ্ছা।

কোন রঙ কীসের প্রতীক এবং কিভাবে তা আমাদের উপর ক্রিয়া করে

১. নীল রঙ সাত্বিকতা তথা শক্তির প্রতীক। এই রঙ মানুষের সৎগুণ প্রবৃতির প্রতিনিধিত্ব করে।

২. সবুজ রঙ কামের প্রতি আসক্তি বাড়ায়। এটি সক্রিয়তা এবং গতিশীলতার প্রতীক।

৩. হলুদ রঙকে বিদুষক বলা হয়। এর ধর্ম নরম ও শান্ত। এটি চিন্তা ও দুঃখকে দুর করে দেয়।

৪. জাম রঙ অপরিপক্ক মানসিকতার প্রতীক।

৫. খয়েরী রঙ ইন্দ্রিয় লিপ্সা ও অসংযমী জীবন যাপনের ঘাতক।

৬. খাকী বা মেটে রঙ মনকে নির্লিপ করে রাখে।

৭. কালো রঙ বিরোধী ভাবের কারক।

৮. সাদা রঙ শান্তি ও স্বচ্ছতার প্রতীক।

৯. লাল রঙ একাগ্রতা প্রদান করে। এর মধ্যে সাংস্কৃতিক মহত্ব আছে যা সৌভাগ্য সূচক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE