Advertisement
২৫ এপ্রিল ২০২৪

যে কোনও সময়ে দান করবেন না, মানুন এই নিয়মগুলি

দান করার কিছু নিয়ম কানুন রয়েছে। এই সব বিধিগুলি মেনে তবেই দান করা উচিত।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০০:০০
Share: Save:

দান করার কিছু নিয়ম কানুন রয়েছে। এই সব বিধিগুলি মেনে তবেই দান করা উচিত।

১। দান করার সময় মুখ থাকবে পূর্ব দিকে।

২। কোনও গ্রহ তুঙ্গী বা শক্তিশালী থাকলে সেই গ্রহের নির্দেশিত দান দেওয়া এবং কোনও গ্রহ নীচস্থ থাকলে সেই গ্রহের নির্দেশিত দান নেওয়া উচিত নয়।

৩। চন্দ্র যদি ষষ্ঠে থাকে, সমাজের জন্য পুকুর, জলছত্র বা জল দান করা উচিত নয়।

৪। অষ্টমে বা নবমে শনি থাকলে জাতকের ধর্মশালায় দান করা উচিত নয়।

৫। দশম ঘরে বৃহস্পতি বা চতুর্থ ঘরে চন্দ্র থাকলে মন্দির বা মসজিদে সাহায্য করা উচিত নয়।

আরও পড়ুন: প্রয়োজনে সোনা বন্ধক দিন, বিক্রি করবেন না, কেন জানেন?

৬। নবমে শুক্র থাকলে গরিবদের বা অনাথ আশ্রমে দান করা উচিত নয়।

৭। সপ্তমে বৃহস্পতি থাকলে সাধুসন্ত বা পুরোহিত বা ধর্মস্থানে নতুন বস্ত্র দেওয়া উচিত নয়।

৮। রবি সপ্তমে বা অষ্টমে থাকলে সকাল ও সন্ধ্যার সময় দান করা উচিত নয়।

৯। আমরা কোথাও বেড়াতে গেলে পরিচিতদের জন্য ঠাকুরের ছবি উপহার নিয়ে আসি। কাউকে উপহার স্বরূপ ঠাকুরের ছবি দেওয়া উচিত নয়। এই নিয়মটি সব মানুষের জন্যই প্রযোজ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

God Gift Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE