Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Astrology

দুর্গা মন্ত্র মানুষের জীবনে কি প্রভাব ফেলে

বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চাহিদা ও মনোবাসনা পূরণের জন্য আর্তি, প্রার্থনা চলতে থাকে মায়ের কাছে। এই দেবীপক্ষে মায়ের প্রতি পূর্ণ আস্থা ও ভক্তি সহকারে প্রতিদিন একই সময়ে প্রয়োজনীয় ক্রিয়া গুলি করতে পারলে সাফল্য লাভ হয়

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৬:০০
Share: Save:

মা দুর্গা অর্থাৎ উমা আমাদের ঘরের মেয়ে। বছরে একটি বার তার বাপের বাড়ি আসা, সেটাও মাত্র চার-পাঁচ দিনের জন্য। শেষে আবার আমাদের মন শূন্য করে তাঁর স্বামীগৃহে চলে যাওয়া। কিন্তু এই চার-পাঁচদিনেই আমাদের মতো সাধারণ মানুষের মায়ের কাছে চাহিদার অন্ত থাকে না। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চাহিদা ও মনোবাসনা পূরণের জন্য আর্তি, প্রার্থনা চলতে থাকে মায়ের কাছে।
এই দেবীপক্ষে মায়ের প্রতি পূর্ণ আস্থা ও ভক্তি সহকারে প্রতিদিন একই সময়ে প্রয়োজনীয় ক্রিয়া গুলি করতে পারলে সাফল্য লাভ হয়।
বাধা-বিপত্তি নাশের জন্য -
‘শরণাগত দীনার্ত
পরিত্রাণ-পরায়ণে।
সর্বস্যার্তিহরে দেবী
নারায়ণী নমোহস্তুতে’।
মোট জপ সংখ্যা দশ হাজার বার। প্রতিদিন একশো আটবার করে।
অযাচিত শত্রু নাশের জন্য -
‘সর্ব বাধা প্রশমনং
ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী।
এবমেব ত্বয়া কার্যমন্মদ
বৈরী বিনাশনম’।
মোট জপ সংখ্যা দশ হাজার বার। প্রতিদিন একশো আটবার করে।
সৌভাগ্য লাভ ও সুস্থ থাকার জন্য-
‘দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি
দেবী পরং সুখম।
রুপং দেহি জয়ং দেহি
যশো দেহি দ্বিষো জহি’।
মোট জপ সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার বার। প্রতিদিন চারশো বত্রিশ বার করে।
বিদ্যালাভ ও কর্ম লাভের জন্য-
‘বিদ্যাবন্তং যশস্বন্তং
লক্ষীবন্তঞ্চ মাং কুরু।
রূপং দেহি জয়ং দেহি
যশো দেহি দ্বিষো জহি’।
মোট জপ সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার বার। প্রতিদিন চারশো বত্রিশ বার করে।
বিবাহের জন্য-
‘ভার্যাং মনোরমাং দেহি
মনোবৃত্ত্যনুসারিণীম্।
রূপং দেহি জয়ং দেহি
যশো দেহি দ্বিষো জহি’।
মোট জপ সংখ্যা সাতাত্তর হাজার বার। প্রতিদিন দু’শো ছাপ্পান্ন বার করে।
জীবনে স্থিতিশীলতা আনার জন্য-
‘সৈব কালে মহামারী
সৈব সৃষ্টির্ভবত্যজা।
স্থিতিং করোতি ভূতানাং
সৈব কালে সনাতনী’।
মোট জপ সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার বার। প্রতিদিন চারশো বত্রিশ বার করে।
সব কাজে সাফল্য ও বিপদ থেকে মুক্তির জন্য -
‘ওঁ হ্রীং দুর্গে দুর্গে
রক্ষণী রক্ষণী স্বাহা’।
সারাদিনে যতক্ষণ পারবেন জপ করুন। এর কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। অধিক জপে অধিক ফল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE