Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাড়ির সদর দরজায় এই সব জিনিস লাগালে খুলবে সৌভাগ্যের দরজা

প্রত্যেক বাড়িই তৈরি করার সময় শুভ প্রভাবের দিকে বিশেষ নজর দেওয়া হয়। বাড়ির ভিতরের পরিবেশ তখনই শুভ হবে, যখন বাড়ির প্রধান দরজা বাস্তু নিয়ম অনুযায়ী তৈরি হবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০০:০৫
Share: Save:

প্রত্যেক বাড়িই তৈরি করার সময় শুভ প্রভাবের দিকে বিশেষ নজর দেওয়া হয়। বাড়ির ভিতরের পরিবেশ তখনই শুভ হবে, যখন বাড়ির প্রধান দরজা বাস্তু নিয়ম অনুযায়ী তৈরি হবে। এ ছাড়া দরজা তৈরির পরেও এমন কিছু জিনিস রয়েছে যা দরজায় লাগালে সৌভাগ্য খুব দ্রুত জীবনে নেমে আসবে এবং বাড়ি সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে।

দেখে নেওয়া যাক বিশেষ কোন জিনিস বাড়ির সদর দরজায় লাগালে দ্রুত উন্নতি হবে—

• বাড়ির সদর দরজায় পঞ্চমুখী হনুমানজীর ছবি লাগাতে হবে। এর ফলে বাড়ি পজিটিভ এনার্জিতে ভরে উঠবে।

• বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে হবে। এর ফলে লক্ষ্মীদেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে ধন সম্পত্তিতে ভরে ওঠে।

আরও পড়ুন: বাড়ির ছাদ একেবারে পরিষ্কার রেখেছেন তো? তা না হলেই বিপদ

• একটি স্বস্তিক চিহ্ন দরজায় লাগাতে হবে। এটি ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে। তাই এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদা বজায় থাকে।

• ওঁ চিহ্নটি সদর দরজার সামনে লাগাতে পারেন। এটিকে ভগবান নারায়ণের চিহ্ন বলে মানা হয়।

• শ্রী চিহ্নটিও লক্ষ্মীদেবীর চিহ্ন বলে মানা হয়। এটিও বাড়ির সদর দরজায় লাগানো খুব শুভ।

• সদর দরজা যদি তোরণ দিয়ে সাজানো হয়, তা হলে খুবই শুভ বলে মানা হয়। এটি বিশেষ কোনও তিথিতে লাগাতে হবে। তোরণ বাড়িতে খুবই শুভ ও মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে।

• বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE