Advertisement
১১ মে ২০২৪

ঠাকুরঘরে এই জিনিসগুলো রাখুন, আর দেখুন মা লক্ষ্মী কী ভাবে আপনার ওপর কৃপা করেন

ভাগ্য যদি আমাদের ওপর সুপ্রসন্ন থাকে, তা হলে পরিশ্রম স্বরূপ ভাল ফল আমরা পেতে পারি। প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এমনটা বলা আছে যে, ঠাকুরঘরে এমন কিছু জিনিস আছে যা রাখলে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

পরিশ্রমের সঠিক ফল পাওয়ার ইচ্ছা আমাদের সকলের মধ্যেই থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তার উপযুক্ত ফল আমরা পাচ্ছি না। তার একমাত্র কারণ হল ভাগ্য।
ভাগ্য যদি আমাদের ওপর সুপ্রসন্ন থাকে, তা হলে পরিশ্রম স্বরূপ ভাল ফল আমরা পেতে পারি। প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এমনটা বলা আছে যে, ঠাকুরঘরে এমন কিছু জিনিস আছে যা রাখলে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে।
দেখে নাওয়া যাক কোন জিনিস ঠাকুরঘরে রাখলে মালক্ষ্মীর কৃপা পাওয়া যায়:
• স্বস্তিকা ও ওম চিহ্নিত শোপিস রাখলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে সরে গিয়ে পজিটিভ শক্তিকে প্রবেশ করতে সাহায্য করে।

আরও পড়ুন: যে কোনও পূজায় ঘট স্থাপন কী ভাবে করবেন

• ঠাকুরঘরে অবশ্যই ঘণ্টা রাখতে হবে। প্রতি দিন পুজো করার পর কয়েক মিনিট ঘণ্টা বাজালে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে হয়। এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে।
• ঠাকুরের আসনের সামনে সন্ধ্যে দেওয়ার পর আসনের দু’দিকে দুটো প্রদীপ জ্বেলে দিতে হবে। সেই প্রদীপ জ্বালতে হবে ঘি দিয়ে। প্রতি দিন এই নিয়ম করতে পারলে দেখবেন সংসারের ছবিটাই পাল্টে যাবে।
• ঠাকুরঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। সূর্যের আলো প্রবেশ করতে পারলে সে বাড়িতে কোনও রকম বাস্তু দোষ থাকে না।
• শঙ্খ প্রতিনিয়ত বাজালে কুবের খুব প্রসন্ন হন। যার ফলে অর্থের অভাব বাড়িতে খুব একটা হয় না। তাই ঠাকুরঘরে শঙ্খ রাখতে হবে।
• ঠাকুরের আসনের সামনে সিঁদুর দিয়ে পদ্ম ফুল এঁকে তার ওপর একটি ঘটে আমপাতা ও নারকেল রাখুন। কয়েক দিন অন্তর এই উপকরণগুলো বদলে ফেলতে হবে। এই নিয়ম করলে মালক্ষ্মী সদা আপনার ঘরে বিরাজমান থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE