Advertisement
১১ মে ২০২৪

কোন অসুখ হতে পারে কোন রাশিতে জেনে নিন

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন রাশিতে কোন অসুখ হতে পারে - 

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০৩:০০
Share: Save:

সনাতন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ-ভাব যে রাশিতে পড়বে সেই রাশি অনুযায়ী বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেবে।

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন রাশিতে কোন অসুখ হতে পারে -

১) মেষ - মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, আধ কপালি, সেরিব্রাল অ্যাটাক, রাতে না ঘুমনো (ইনসোমনিয়া)।
২) বৃষ - ডিপথেরিয়া, গলগণ্ড, সার্ভাইক্যাল স্পন্ডিলাইটিস।
৩) মিথুন - শুকনো কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, যক্ষ্মা, ফুসফুসের রোগ।
৪) কর্কট - পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, হজমের রোগ, পিত্তাশয়ে পাথর।
৫) সিংহ - বুকে ব্যথা, হার্টের অসুখ, মেরুদণ্ড বেঁকে যাওয়া, বুক ধড়ফড় করা।
৬) কন্যা - কৃমি, অপরিপুষ্টতা, কলেরা, অ্যাপেন্ডিসাইটিস, আমাশা, যকৃতের রোগ।
৭) তুলা - হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, জরায়ুর সংক্রমণ, বৃক্কের রোগ, হার্নিয়া।
৮) বৃশ্চিক - মূত্রাশয়ের রোগ, বিকোলাই, মূত্রনালি বা প্রজনন অঙ্গের অসুখ, প্রস্টেট গ্র্যান্ডের বৃদ্ধি, মলদ্বার ও বৃহদান্ত্রের রোগ, বৃক্কে পাথর ( কিডনি স্টোন), জরায়ু, ডিম্বাশয় ও যৌনরোগ।
৯) ধনু - ফুসফুসের ব্যাধি, গলার হাড় ভেঙে যাওয়া, ধমনী মোটা হয়ে কুঁকড়ে যাওয়া।
১০) মকর - চর্মরোগ, পা ভেঙে যাওয়া, হজমের রোগ, কুষ্ঠ, বাতের ব্যথা, রক্ত জনিত ব্যাধি।
১১) কুম্ভ - গোড়ালির ব্যথা, হার্টের অসুখ, চক্ষুরোগ, চর্মরোগ।
১২) মীন - পায়ের পাতা ও গোড়ালিতে ব্যথা বা ভেঙে যাওয়া, ভুল বকা, অন্ত্রাশয়ের অসুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

zodiac sign health disease রাশি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE