Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাড়ির কোথায় কী গাছ বসাবেন জেনে নিন

প্রকৃতপক্ষে গাছপালা দূষণের হাত থেকে সমগ্র জীব-জগতকে রক্ষা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছপালা আমাদের জীবনের পরম সঙ্গী। বাড়ির পূর্বদিকে শুভ গাছ বট।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ০৫:০০
Share: Save:

বাস্তু শাস্ত্রে গৃহে বা বসবাসের স্থানে গাছ বাসানো, ফল-ফুলের বাগানকে শুভ বলা হয়েছে। বস্তুত আমাদের বেঁচে থাকার প্রয়োজনেই গাছপালার লালন-পালন ও যত্ন নেওয়া বিশেষ জরুরী। বিশুদ্ধ বায়ু আমাদের প্রাণ, আর এই বায়ু পাওয়া যায় গাছপালা থেকে। প্রকৃতপক্ষে গাছপালা দূষণের হাত থেকে সমগ্র জীব-জগতকে রক্ষা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছপালা আমাদের জীবনের পরম সঙ্গী।
বাস্তু শাস্ত্র মতে গৃহ সীমার বাইরে কোন দিকে কোন গাছ বসালে শুভ ফল পাওয়া যায় দেখে নেওয়া যাক -
১। পূর্বদিকে শুভ গাছ বট।
২। পশ্চিম দিকে শুভ গাছ অশ্বত্থ।
৩। উত্তর দিকে শুভ গাছ পাকুড়, ক্যাথ।
৪। দক্ষিণ দিকে শুভ গাছ ডুমুর, গোলাপ।
৫। দক্ষিণ-পূর্বদিকে শুভ গাছ বেদানা, ডালিম।
৬। দক্ষিণ-পশ্চিম দিকে শুভ গাছ তেঁতুল।
৭। উত্তর-পূর্বদিকে শুভ গাছ আমলকী।
৮। উত্তর-পশ্চিমদিকে শুভ গাছ বেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE