ইঞ্জিনিয়ারদের জন্য গবেষণার কাজের সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অফ হায়দরবাদ। বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে চলতি মাসের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ে ‘ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হাই ফ্রিকুয়েন্সি সেলফ-বায়াসড সার্কুলেটরস ফর অ্যাপ্লিকেশন ইন ফ্লাইট সিস্টেমস’ প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ।
আরও পড়ুন:
-
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ক্ষেত্রে সব পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি ইকাই-এর তরফে
-
সমাজবিজ্ঞানে উচ্চশিক্ষায় আগ্রহী! গবেষণার খুঁটিনাটি শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান
-
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কর্মীর খোঁজ, কোন যোগ্যতা থাকলে মিলবে আবেদনের সুযোগ?
-
দক্ষ ক্রীড়া ব্যবস্থাপক হতে চান! পাঠ দেবে আইআইএম মুম্বই, কী ভাবে আবেদন করবেন?
আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। থাকতে হবে মেটিরিয়ালস, মেটালার্জিক্যাল, সেরামিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর। নিযুক্তদের প্রথম দু’বছরে সাম্মানিক দেওয়া হবে মাসে ৩১,০০০ টাকা। তৃতীয় বছরে তা বেড়ে হবে মাসে ৩৫,০০০ টাকা।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে তাঁদের সমস্ত নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।