Advertisement
২৭ মার্চ ২০২৩

চোখ দেখে ভাগ্যবিচার

স্বচ্ছ এবং গভীর  দৃষ্টি নির্দেশ করে প্রচুর সহ্যের অধিকারী। যদি চোখ নিচের পাতার সঙ্গে মেশে তাহলে জাতক ভয়ার্ত এবং দুশ্চিন্তা গ্রস্থ হন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০১:৪৬
Share: Save:

চোখের মাপ চোখের মাপ বা বড় চোখ হলে ব্যক্তি কাষ্ঠ উপাদান সম্পন্ন হন। চোখ বড় , সোজা দৃষ্টি ও চোখ গভীর হলে বোঝায় জাতক পার্থিব ও ধাতব গুনের মানুষ।

Advertisement

উজ্জ্বল চোখ স্বচ্ছ এবং গভীর দৃষ্টি নির্দেশ করে প্রচুর সহ্যের অধিকারী। যদি চোখ নিচের পাতার সঙ্গে মেশে তাহলে জাতক ভয়ার্ত এবং দুশ্চিন্তা গ্রস্থ হন।

দুটি চোখের দূরত্ব থেকে মানুষের প্রকৃতি দুটি চোখের দূরত্ব বেশি থাকলে জাতক বিভিন্ন প্রকার উপকরণ থেকে আনন্দ পায়। মন খোলা মানুষ হয়। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হয়। উল্টোদিকে দুটি চোখের দূরত্ব কম হলে জাতকের দূরদৃষ্টি কম হয়। কম মানসিক শক্তির অধিকারী হয়, এবং খুব বড় মানসিকতা সম্পন্ন হবে না।

স্ফীত চোখ এই জাতক নতুন কোনও অভিজ্ঞতা সন্মুখীন হওয়ার সম্ভবনা থাকে। খোলামন, কিন্তু কোনও কোনও সময়ে অপরের কাজে হস্তক্ষেপ করে।

Advertisement

সন্দেহ মূলক চোখ গোপনীয়তা মেনে চলা ও সন্দেহ প্রবন এদের ধর্ম। নিজেরা সুখী কম হয়। এবং এরা একটু বেশি চিন্তাশীল হয়।

বিস্ময়কর চোখ অস্থির প্রকৃতির, অনিশ্চিত ভবিষ্যৎ ও অসৎ প্রকৃতির ব্যক্তি হন।

চোখের রঙ

ঘন নীল চোখ বিশেষ ভদ্র, সংবেদনশীল ও অতি যৌন চেতনার অধিকারী ব্যক্তি হন।

হালকা নীল চোখ বুদ্ধিমান এবং আকর্ষণীয় হয়।

ধূসর চোখ প্রচণ্ড বুদ্ধিমান, কল্পনা প্রবন যা বাস্তবে রূপ দিতে পারে এমন ব্যক্তি।

কালো চোখ খুবই কম দেখা যায়। একটু কঠিন প্রকৃতির হয়।

ঘন সবুজ অত্যন্ত কর্মতৎপর, বাস্তববাদী, গভীর অনুধাবন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.