Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শনির সাড়ে সাতি থেকে বাঁচার উপায়

রত্ন প্রতিকারঃ- নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০০:০২
Share: Save:

রত্ন প্রতিকারঃ- নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে।

ধাতু প্রতিকারঃ- সীসা ধারণ করলে শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায়।

দান প্রতিকারঃ- মাসকলাই, কালো তিল, কুলত্থ কলাই, লোহা, সীসা, কালো কাপড়, কালো ঘোড়া দান।

ভোজন প্রতিকারঃ- কাক, কালো জীবজন্তু, মোষ, যোগীপুরুষকে ভোজন করালে শনির দোষ কাটে।

পূজা প্রতিকারঃ- কালো অগুরুর ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পরপর আটটি শনিবার পূজা দিলে শনির দোষ কাটে।

প্রণাম মন্ত্রঃ- নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূত মহাগ্রহম।

ছায়ায়া গর্ভসম্ভুতঃ বন্দে ভক্ত্যা শনৈশ্চয়ম।।

এছাড়া কিছু টোটকাঃ-

১। শনিবার নিরামিষ খান।

২। বৃদ্ধ মানুষকে সেবা করুন।

৩। কালো তিল দিয়ে ৪৪ দিন স্নান করুন। শনিবার শুরু করবেন।

৪। হনুমান চাল্লিশা, দূর্গা চাল্লিশা, শিব চাল্লিশা পঠ করুন।

৫। বাড়ির বয়স্ক ব্যক্তি, পিতা, মাতাকে প্রণাম করে কাজে বেরোন।

৬। সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

৭। ভাত রান্না হওয়ার পরেই খাবার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে শুভ ফল হবেই।

৮। প্রতি শনিবার শিবের পূজো করা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lord Shani dev effects of Sade Sati Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE