Advertisement
০৯ মে ২০২৪

সারা বছর মা দুর্গার কৃপা পেতে চান? তা হলে পুজোর দিনগুলোতে ঘুম থেকে উঠেই করুন এই কাজ

শরতের আগমনে শিশির ভেজা ঘাস, কাশ ফুল ও নীল আকাশের দিকে তাকালেই বোঝা যায় মা দুর্গা আসছেন। দেবীর আগমন মানেই আনন্দের সময়, পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার সময়। জীবনে প্রত্যেকেটা সকাল সুমধুর হোক, এটা কে না চায়। আর সকাল যদি ভাল না কাটে, তা হলে সারাটা দিন যেন খারাপ হয়ে যায়। বিশেষ করে পুজোর দিনগুলো যেন খুব আনন্দে ও সুখে কাটে, এই কামনা সবাই করি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৮
Share: Save:

শরতের আগমনে শিশির ভেজা ঘাস, কাশ ফুল ও নীল আকাশের দিকে তাকালেই বোঝা যায় মা দুর্গা আসছেন। দেবীর আগমন মানেই আনন্দের সময়, পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার সময়। জীবনে প্রত্যেকেটা সকাল সুমধুর হোক, এটা কে না চায়। আর সকাল যদি ভাল না কাটে, তা হলে সারাটা দিন যেন খারাপ হয়ে যায়। বিশেষ করে পুজোর দিনগুলো যেন খুব আনন্দে ও সুখে কাটে, এই কামনা সবাই করি। প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেকটা দিন এক একটা নতুন মুহূর্ত নিয়ে আসে। মানুষের জীবনে সব মুহূর্ত সমান হয় না।

জ্যোতিষ মতে আমাদের কিছু কু-অভ্যাস দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। কিছু নিয়ম পালনের মাধ্যমে এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করা যেতে পারে। দুর্গা পুজোর ক’দিন এই সহজ কাজগুলো করে সারা বছর ভাগ্যকে নিজের সঙ্গী করে তোলা যেতে পারে।

আরও পড়ুন: , ১০ এবং ১৯ তারিখ জন্মানো মানুষের স্বভাব প্রকৃতি

• পুজোর ক’দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাতের তালুর দিকে যদি দেখা যায়, তা হলে তা ভীষণ শুভ বলে মানা হয়। কারণ এই তালুতে স্থান আমাদের ইষ্ট দেবতার। যদি সকালবেলা তালু দেখা হয়, তা হলে ইষ্ট দেবতা তথা সকল গ্রহও সন্তুষ্ট থাকে। বলা হয়, আমাদের ডান হাতের তালুতে ইতিবাচক ও বাম হাতের তালুতে নেতিবাচক শক্তি থাকে। তাই দুই হাত এক সঙ্গে জোড়া করে দেখতে হবে। এর ফলে খুব দ্রুত ভাগ্যের চমক বুঝতে পারবেন।

• এর পাশাপাশি ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে। ইষ্ট দেবতার পুজো করতেই হবে।

• সকালবেলা স্নান সেরে সূর্য দেবতার আরাধনা করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE