Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বহু সমস্যা থেকে মুক্তি দিতে পারে ময়ূর পালকের এই টোটকাগুলি

ময়ূর পালক দেখতে খুব সুন্দর। তার মধ্যে প্রচুর শক্তি বা ক্ষমতা লুকিয়ে আছে। ময়ূর পালক ঘরে রাখলে অনেক রকম কার্য সিদ্ধি হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

ময়ূর পালক দেখতে খুব সুন্দর। তার মধ্যে প্রচুর শক্তি বা ক্ষমতা লুকিয়ে আছে। ময়ূর পালক ঘরে রাখলে অনেক রকম কার্য সিদ্ধি হয়। জ্যোতিষ মতে ময়ূর পালকের মধ্যে অসংখ্য অলৌকিক গুণ রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাঁর মুকুটে ময়ূর পালক ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণের এই ময়ূর পালক বেছে নেওয়ার পিছনে অবশ্যই কোনও রহস্য আছে। এবার দেখে নেওয়া যাক ঘরে ময়ূর পালক রাখলে কী কী হয়।

১) ঘরের প্রবেশ দ্বারের সামনে এক জোড়া ময়ূর পালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনও রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং বাস্তু দোষ থাকলে তা কেটে যায়।

২) বেডরুমে একজোড়া ময়ূর পালক রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ অনেক কম হয় এবং পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

আরও পড়ুন: রাশি অনুযায়ী মহিলাদের কেমন সাজগোজ করা উচিত

৩) অর্থ আসছে কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না? ধনসম্পত্তি বৃদ্ধি করতে আপনার ক্যাশবাক্সে, আলমারিতে বা মানিব্যাগে একটা ময়ূরের পালক রাখুন।

৪) রাহুদোষ, কালসর্প দোষ ও বিভিন্ন প্রকার গ্রহদোষের হাত থেকে মুক্তি পেতে বিছানার নীচে একটা ময়ূরের পালক রাখুন।

৫) আপনি নিজে যদি সব কাজে সাফল্য পেতে চান, তাহলে নিজের কাছে একটা ময়ূরের পালক রাখুন।

৬) ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে ময়ূরের পালক লাগিয়ে রাখুন, বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন। সাপ কখনও ঘরে প্রবেশ করতে পারবে না।

৭) মাদুলিতে ময়ূরের পালক ভরে শিশুর গলায় পরিয়ে দিলে নজর দোষ কেটে না।

8) বালিশের নীচে ময়ূর পালক রেখে ঘুমোলে দুঃস্বপ্ন দেখবেন না।

৯) মাথায় ময়ূর পালক ধারণ করলে অথবা নিজের পড়ার বইয়ের মধ্যে ময়ূর পালক রাখলে মেধা বৃদ্ধি পায়।

১০) ময়ূর পালকের ওপর শত্রুর নাম লিখে তা গঙ্গায় বা নদীতে ভাসিয়ে দিন, শত্রুনাশ হবে।

১১) নানা রকম বাধা বিপত্তির হাত থেকে বাঁচতে ঘরের অগ্নিকোণে একজোড়া ময়ূরের পালক রেখে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Peacock feather Peacock Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE